দেশ জুড়ে নতুন হিড়িক ‘অভিনন্দন গোঁফ’, জানেন এই গোঁফের নাম কি ? কোথা থেকে এল?
Last Updated:
advertisement
1/5

‘গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা!’ সুকুমার রায় সেই কবে লিখে গিয়েছিলেন গোঁফ নিয়ে কবিতা ৷ তবে সুকুমার রায়ের সেই কবিতায় ছিল গোঁফ চুরির উল্লেখ ৷ এখানে অবশ্য গোঁফ চুরিটা একেবারেই অনুপ্রেরণা !
advertisement
2/5
ভাবছেন এ আবার কী কাণ্ড ! হঠাৎ এত গোঁফের প্রসঙ্গ উঠল কেন ৷ ঘটনাটা হল, উইং কমান্ডার অভিনন্দনকে নিয়ে গোটা দেশ জুড়ে উল্লাশ ৷ ট্রেন্ড এক্সপার্টরা বলছেন, গোটা দেশ নাকি খুব শীঘ্রই শুরু করবেন গোঁফ রাখা ৷ তাও আবার অবিকল অভিনন্দনের মতো গোঁফ ! সোশ্যাল নেটওয়ার্কেও ইতিমধ্যে এই গোঁফ নিয়ে নানা তল্লাশি শুরু ৷ গুগলেও লোকে খুঁজে চলছেন এই গোঁফের ইতিহাস ৷
advertisement
3/5
অভিনন্দন যে গোঁফটি রেখেছেন তা কিন্তু একেবারেই নতুন কিছু নয় ৷ বরং বহুদিন থেকেই এই গোঁফের উপস্থিতি রয়েছে ৷ এই গোঁফের আসল নাম হল তামিলিয়ান গোঁফ ৷ মূলত, তামিলনাড়ুর পুরুষরাই এই ধরণের গোঁফ রাখেন ৷ তবে ইদানিংকালে এই ধরণের গোঁফ দেখা যায় না ৷ খুব কম মানুষই এই ধরণের গোঁফ রাখে তামিলনাড়ু এখন ৷
advertisement
4/5
প্রচলিত রীতি অনুযায়ী, এই গোঁফ পুরুষত্বের লক্ষণ ৷ পুরুষত্বকে সেলিব্রেট করতেই এই ধরণের গোঁফ রাখার রীতি ৷ এমনকী, তামিলনাড়ুর বেশ কিছু সাহিত্যেও এই ধরণের গোঁফের পরিচয় পাওয়া যায় ৷ এই ধরণের গোঁফ প্রচলিত রয়েছে নৃত্যকলাতেও ৷
advertisement
5/5
তবে এই গোঁফের আরও একটি নাম রয়েছে ৷ ‘গানস্লিংগার’। অনেক দক্ষিণ ভারতীয়ই এ ধরনের গোঁফ রাখেন। আর সেনাবাহিনীতে বাহারি গোঁফের তো আলাদা কদর রয়েছেই! স্টাইলিস্টরা মনে করছেন, অভিনন্দন এখন নিজেই এক ‘ব্র্যান্ড’। ভারতীয় পৌরুষের নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি। এবং তার মতো হতে চাওয়ার বাসনায় এখন তার মতো গোঁফ রাখারও হিড়িক পড়ে গিয়েছে।