রাত ৯টা বাজলেই ফাঁকা পথঘাট, আতঙ্কে দরজা-জানলাও খুলছে না কেউ! ভারতের কোন শহরে এই অবস্থা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাত ৯টা বাজলেই রাজস্থানের এই ছোট শহরটিতে বাড়ি থেকে বেরনোর সাহস পাচ্ছেন না কেউ৷
advertisement
1/5

রাজস্থানের ঢোলপুর জেলার শহর বারি৷ শহরাঞ্চল হলেও গত প্রায় দেড় মাস ধরে এই শহরের একাংশ রাত নামলেই কার্যত আতঙ্কপুরীতে পরিণত হচ্ছে৷ প্রতীকী ছবি
advertisement
2/5
রাত ৯টা বাজলেই রাজস্থানের এই ছোট শহরটিতে বাড়ি থেকে বেরনোর সাহস পাচ্ছেন না কেউ৷ বাড়ি থেকে বেরনো দূরে থাক, বাড়ির জানলা দরজাও খুলে রাখার সাহস পাচ্ছেন না বারির বাসিন্দারা৷ প্রতীকী ছবি
advertisement
3/5
কিন্তু রাত নামলেই কোন আতঙ্ক গ্রাস করছে বারির বাসিন্দাদের? আসলে গত প্রায় দেড় মাস ধরে রাত নামলেই বারি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কলোনি এলাকায় দেখা মিলছে হায়নার৷ এমন কি, হায়নার ভিডিও মোবাইল বন্দি করেছেন এলাকার বাসিন্দারা৷ প্রতীকী ছবি, রয়টার্স
advertisement
4/5
ইতিমধ্যেই ওই হায়নাকে ধরতে শহর লাগোয়া জঙ্গলে খাঁচা পেতেছে বন দফতর৷ কিন্তু সেই ফাঁদে ধরা দেয়নি একটিও হায়না৷ ফলে আতঙ্ক কাটেনি এলাকাবাসীরও৷ বন দফতরের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, হায়নারা নরখাদক হয় না৷ তারা মৃত প্রাণীদের দেহাবশেষই খায়৷
advertisement
5/5
যদিও বন দফতরের এই আশ্বাসে ভয় কাটছে না কৃষ্ণ কলোনির বাসিন্দাদের৷ এই অবস্থায় মরিয়া হয়ে হায়নাকে ধরার চেষ্টা চালাচ্ছেন বন দফতরের কর্মীরা৷