Cyclonic Storm Gulab Latest Update|| এই মুহূর্তে ঘূর্ণিঝড় 'গুলাব'-র কোথায়? কী পরিস্থিতি হতে চলেছে? মৌসম ভবনের Update জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Cyclonic Storm Gulab Update: ঘূর্ণিঝড় 'গুলাব'-র (Cyclone Gulab) কোথায়? দুপুরের পর থেকে কী বদলে যাবে আবহাওয়া? মৌসম ভবনের (The India Meteorological Department) শেষ বুলেটিন ..
advertisement
1/7

*এই মুহূর্তে ঘূর্ণিঝড় 'গুলাব'-র (Cyclone Gulab) কোথায়? দুপুরের পর থেকে কী বদলে যাবে আবহাওয়া? মৌসম ভবনের (The India Meteorological Department) শেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় গুলাব স্থলভাগে আছড়ে পড়ার পর থেকেই শক্তি হারাতে শুরু করেছে। ফলে যেভাবে আঘাত হানার কথা ছিল, সেই শক্তিতে আর আছড়ে পড়ার সম্ভাবনা নেই। ফলে সাময়িক হলেও স্বস্তি ওড়িশা-অন্ধ্রপ্রদেশের উপকূলের বাসিন্দাদের। ফাইল ছবি।
advertisement
2/7
*শক্তি হারিয়ে এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন গুলাব (Cyclone Gulab)। রাত ২.৩০ মিনিট নাগাদ গুলাবের অবস্থান ছিল দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের সংযোগস্থলের কাছে। গোপালপুর (Gopalpur, Odisha) থেকে ২২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিন পশ্চিমে, ছত্তিশগড়ের (Chhattisgarh) জগদলপুর (Jagdalpur) থেকে ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কলিঙ্গপত্তনম (Kalingapatnam) থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে। ফাইল ছবি।
advertisement
3/7
*বর্তমানে অতি গভীর নিম্নচাপটি প্রতি ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। ফাইল ছবি।
advertisement
4/7
*অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল দিয়ে সাইক্লোন গুলাব অতিক্রম করার সময় প্রাণহাণির ঘটনা ঘটেছে। ঝড়ের মধ্যে পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যে সময়ে গুলাব আছড়ে পড়ে সেই সময় কলিঙ্গপত্তনমে হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫/৮০ কিলোমিটার। ওড়িশায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ফাইল ছবি।
advertisement
5/7
*এ দিকে, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই আরও একটি নিম্নচাপ ঘণীভূত হয়েছে। যা ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা ফের ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের (Bengal) একাধিক অংশে প্রবল বৃষ্টিপাত (Rain) হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷ ফাইল ছবি।
advertisement
6/7
*আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া. ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় মঙ্গলবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
7/7
*বুধবারও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ও পুরুলিয়া জেলার একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস (weather update) রয়েছে৷ মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা দিয়ে গুলাব প্রবেশ করার ফলে সোমবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির (Rain) হতে পারে৷ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতেও বহু জায়গায় সোমবার প্রবল বৃষ্টি হবে৷ ফাইল ছবি।