TRENDING:

'শতাব্দী প্রাচীন ক্ষত সেরে উঠছে...', অযোধ্যায় পতাকা উত্তোলনের পর বললেন প্রধানমন্ত্রী মোদি

Last Updated:
Ayodhya Ram Mandir Dhwajarohan 2025: 'এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে ভারত' মঙ্গলবার অযোধ্যায় রামমন্দিরে ধ্বজা উত্তোলনের পরেই তাঁর ভাষণে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, "এক ঐতিহাসিক সভ্যতার মুহূর্ত প্রত্যক্ষ করছে ভারত। শতাব্দীর ক্ষত সেরে উঠছে।"
advertisement
1/9
'শতাব্দী প্রাচীন ক্ষত সেরে উঠছে...', অযোধ্যায় পতাকা উত্তোলনের পর বললেন প্রধানমন্ত্রী মোদি
'এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছে ভারত' মঙ্গলবার অযোধ্যায় রামমন্দিরে ধ্বজা উত্তোলনের পরেই তাঁর ভাষণে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, "এক ঐতিহাসিক সভ্যতার মুহূর্ত প্রত্যক্ষ করছে ভারত। শতাব্দীর ক্ষত সেরে উঠছে।"
advertisement
2/9
অযোধ্যায়ের আকাশে ‘ধ্বজাত্তোলনে’ কার্যত আবেগতাড়িত মোদি। জানিয়ে দিলেন, ”শতাব্দীপ্রাচীন ক্ষত আজ নিরাময় হল। তাঁর কথায়, আগামী কয়েকশো বছর ধরে উড়বে এই নিশান।"
advertisement
3/9
এদিন বেলা ১১টা ৫০ নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। ধীরে ধীরে নীচ থেকে মন্দিরে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় গেরুয়া ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময়ে আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে।
advertisement
4/9
মন্দির কমপ্লেক্সে সমবেত হাজার হাজার ভক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "অযোধ্যা ভারতের নবজাগরণশীল সাংস্কৃতিক চেতনার জীবন্ত প্রতীক হয়ে উঠেছে।" ধ্বজারোহণ পর্ব শেষ হতেই করজোড়ে নমস্কার করেন মোদি।
advertisement
5/9
অযোধ্যায় এই বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তাঁকে বলতে শোনা যায়, ”শতাব্দীপ্রাচীন ক্ষতে আজ প্রলেপ পড়ল। বহু শতকের যন্ত্রণার অবসান হল আজ। শতাব্দীর সংকল্প আজ পূর্ণতা পেল। আজ সেই যজ্ঞের সমাপ্তি, যার আগুন ৫০০ বছর ধরে জ্বলছিল। সেই যজ্ঞ এক মুহূর্তের জন্যও বিশ্বাস থেকে বিচ্যুত হয়নি।”
advertisement
6/9
এদিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ ও মোহন ভগবৎ। এদিন মোদি বলেন, ”অযোধ্যা তথা ভারত এবার আধ্যাত্মবাদ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মহাসঙ্গম দেখবে।” পাশাপাশি তাঁকে বলতে শোনা যায়, ”প্রাণ যায়ে পর বচন না যায়ে…বার্তা দেবে ধর্মধ্বজ। দরিদ্রদের পাশে দাঁড়াবে সমাজ, সেই বার্তাও দেবে নিশান।”
advertisement
7/9
ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালেই অযোধ্যায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন অভিজিৎ মুহূর্তে রাম মন্দিরের চূড়ায় পতাকা উত্তোলন করেন তিনি। এরপরেই রামলালার বিশেষ আরতি ও পুজোয় অংশ নেন মোদি।
advertisement
8/9
প্রধানমন্ত্রী রাম মন্দির প্রাঙ্গণের মধ্যে অবস্থিত সাতটি মন্দিরও পরিদর্শন করবেন আজ। পুজো ও দর্শনের পর, প্রধানমন্ত্রী মন্দির ও অযোধ্যার ইতিহাস ও নির্মাণ সম্পর্কিত আধ্যাত্মিক বার্তা সম্পর্কে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আজ।
advertisement
9/9
প্রায় দু’বছর আগে খুলে গিয়েছিল রামমন্দিরের দরজা। এবার রামলালার ‘ঘর’ তৈরির কাজ সম্পন্ন হল। আর তারই সূচক হিসেবে এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রামমন্দির থেকে ধ্বজা ওড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলা খবর/ছবি/দেশ/
'শতাব্দী প্রাচীন ক্ষত সেরে উঠছে...', অযোধ্যায় পতাকা উত্তোলনের পর বললেন প্রধানমন্ত্রী মোদি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল