দুর্গাপুজোর আগেই ভক্তদের জন্য খুলে গেল কামাখ্যা মায়ের মন্দির, তবে দর্শনে মানতে হবে এই শর্ত
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
দুর্গাপুজোর আগেই খুলে দেওয়া হল মন্দির। করোনা পরিস্থিতিতে মন্দির সাত মাস বন্ধ ছিল । এমনকী এবারের অম্বুবাচিতে মন্দিরের বাইরে থেকেই ফিরতে হয়েছে ভক্তদের। তবে দর্শনে রয়েছে কিছু নিয়ম
advertisement
1/5

সাত মাস বন্ধ থাকার পর খুলে গেল কামাক্ষ্যা মন্দির। তবে, ভক্তরা এখন শুধুমাত্র বাইরে থেকেই পুজো দিতে পারবেন। বন্ধ থাকছে গর্ভগৃহ। যদিও, এতেই খুশি দর্শনার্থীরা।
advertisement
2/5
এবার নিউ নর্মালে ফিরছে শক্তিপীঠ কামাক্ষ্যা। দুর্গাপুজোর আগেই খুলে দেওয়া হল মন্দির। করোনা পরিস্থিতিতে মন্দির সাত মাস বন্ধ ছিল ।
advertisement
3/5
এমনকী এবারের অম্বুবাচিতে মন্দিরের বাইরে থেকেই ফিরতে হয়েছে ভক্তদের। তবে, জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পরই করোনা বিধি মাথায় রেখে মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
4/5
সকাল ৮ থেকে সূর্যাস্ত পর্যন্ত মন্দির খোলা থাকবে৷ বন্ধ থাকছে গর্ভগৃহ ৷ মন্দিরে ঢোকার আগে হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ৷মন্দিরে থাকবেন চিকিৎসক ৷
advertisement
5/5
সব কিছু ঠিকঠাক থাকলে দূর্গাপুজোর পরেই খুলে দেওয়া হবে মন্দিরের গর্ভগৃহ। করোনা মহামারির কথা মাথায় রেখে এবারে দূর্গাপুজো বন্ধ রেখেছে অসম সরকার। তাই কামাক্ষ্যা মন্দির খুলে যাওয়ায় দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন ভক্তরা।