Assam Boat Accident|| ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকাডুবিতে এখনও নিখোঁজ ৩০! উদ্ধারকাজে নামল সেনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Assam Boat Tragedy: অসমের জোরহাটের ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকাডুবির (Boat Capsized) ঘটনায় এখনও নিখোঁজ ৩০ যাত্রী। রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনী পাশাপাশি নিখোঁজদের হদিশ পেতে আজ উদ্ধারকাজে নামছে হবে সেনা (Army)।
advertisement
1/5

*অসমের জোরহাটের ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকাডুবির (Boat Capsized) ঘটনায় এখনও নিখোঁজ ৩০ যাত্রী। রাজ্য এবং কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর SDRF & NDRF) বেশ কয়েকটি দল নিখোঁজদের হদিশ পেতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। আজ উদ্ধারকাজে নামানো হবে সেনা (Army)। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*বুধবার অসমের (Assam) জোরহাটের (Jorhat) নিমাতি ঘাটের (Nimati Ghat) কাছে রাজ্যের জল পরিবহন দফতরের একটি ফেরি (state’s Inland Water Transport (IWT) Department) 'ট্রিপকাই'য়ের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বিপরীত দিক থেকে আসা বেসরকারি নৌকা (private boat) 'মা কমলা'র। তাতেই গভীর জলে ডুবে যায় নৌকা দুটি। দুটি নৌকা মিলিয়ে মোট ১২০ জন যাত্রী ছিলেন। প্রায় সকলেই জলে পড়ে যান। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাজুলি এবং জোরহাট প্রশাসনকে রাজ্য বিপর্যয় মোকাবিলার সঙ্গে হাত লাগিয়ে দ্রুত উদ্ধারকাজ শেষ করার নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যাবেন তিনি। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। ৮৪ জনকে উদ্ধার করা গিয়েছে। বাকীরা এখনও পর্যন্ত নিখোঁজ। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটজনক। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*মৃত নৌকার যাত্রী পরিমিতা দাস মাজুলির একটি কলেজের শিক্ষিকা। ঘটনার জেরে জল পরিবহন দফতরের তিন আধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত (suspension) করা হয়েছে কর্তব্যে গাফিলতির (alleged negligence) জন্য। দফতরের মন্ত্রী আধিকারিকের গাফিলতি প্রমাণ হলে করা শাস্তির আশ্বাস দিয়েছেন। সংগৃহীত ছবি।