Asiatic Lion Population: মন ভাল করা খবর! গুজরাতে বাড়ল এশিয়াটিক সিংহের সংখ্যা, দেশে এখন সিংহের সংখ্যা কত?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Asiatic Lion Population: রাজ্যের ১১টি জেলা জুড়ে ৩৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই শুমারি চালানো হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
advertisement
1/6

বাড়ল এশিয়াটিক সিংহের সংখ্যা। বুধবার গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল জানিয়েছেন, চলতি মাসে দুই ধাপে এশিয়াটিক সিংহের শুমারি করা হয়েছিল।
advertisement
2/6
তাতে দেখা গিয়েছে, পাঁচ বছর আগে যেখানে সিংহের সংখ্যা ছিল ৬৭৪, তা এখন বেড়ে ৮৯১ হয়েছে।
advertisement
3/6
রাজ্যের ১১টি জেলা জুড়ে ৩৫ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই শুমারি চালানো হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
advertisement
4/6
প্রায় ৩২.২০ শতাংশ হারে জন্ম বেড়েছে এবং মোট সিংহের সংখ্যা বৃদ্ধি হয়েছে ২১৭।
advertisement
5/6
পূর্ণবয়স্ক সিংহীর সংখ্যা বেড়েছে ২৬০ থেকে ৩৩০।
advertisement
6/6
বরদা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, জেটপুর ও ববরা-জাসদন এলাকায় এই শুমারি চালানো হয়েছে।