TRENDING:

Heaven on Earth: তুষাররাজ্যে রেলস্টেশন! ‘পৃথিবীতে স্বর্গ’-এর ছবি শেয়ার রেলমন্ত্রীর, মুগ্ধ নেটিজেনরা

Last Updated:
Heaven on Earth: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্যুইটারে তাঁর পোস্টে তুলে ধরেছেন সেই বর্ণময় বৈচিত্র৷
advertisement
1/7
তুষাররাজ্যে রেলস্টেশন!‘পৃথিবীতে স্বর্গ’-র ছবি শেয়ার রেলমন্ত্রীর,মুগ্ধ নেটিজেনরা
ভারতের বৈচিত্র সবথেকে ভাল ধরা পড়ে রেলযাত্রায়৷ প্রত্যেক প্রদেশের স্টেশন বৈচিত্রে ভরপুর৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্যুইটারে তাঁর পোস্টে তুলে ধরেছেন সেই বর্ণময় বৈচিত্র৷
advertisement
2/7
তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে তুষারাবৃত পাহাড়ের দিকে এগিয়ে চলেছে ট্রেন৷ স্টেশন চত্বরও ঢাকা বরফে৷ ছবিগুলি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন ‘পৃথিবীতে স্বর্গ’৷ তার পর নেটিজেনদের গেস করতে বলেছেন স্টেশনের নাম৷
advertisement
3/7
রেলমন্ত্রীর শেয়ার করা ছবিতে মুগ্ধ নেটিজেনরা৷ তবে তাঁর ক্যাপশনে ‘পৃথিবীতে স্বর্গ’ কথাটি থাকায় বেশির ভাগ নেটিজেনেরই ধারণা এই ছবি ভূস্বর্গের৷
advertisement
4/7
কিন্তু কাশ্মীরের কোন অংশের ছবি এটি? উঠে এসেছে দুটি নাম৷ কেউ কেউ লিখেছেন এই ছবি জম্মু কাশ্মীরের কাজিগুন্দ স্টেশনের৷ আবার একাংশ নেটিজেনের ধারণা, এই ছবিগুলি বানিহাল স্টেশনের৷
advertisement
5/7
এর আগে রেলমন্ত্রী শেয়ার করেছিলেন শ্রীনগর স্টেশনের ছবি৷ সেখানেও ছিল বরফঢাকা স্টেশন প্রান্তর৷ তাতেও মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা৷
advertisement
6/7
সে ছবিতে দেখা যায় বরফে ঢেকে গিয়েছে রেললাইন ও কারশেড৷ তার উপর ঝুর ঝুর করে পেঁজা তুলোর মতো বরফ৷
advertisement
7/7
বরফের চাঙর খসে পড়েছিল সরলবর্গীয় গাছের উপর৷ তার মাঝেই পড়া যাচ্ছিল স্টেশনের নাম৷
বাংলা খবর/ছবি/দেশ/
Heaven on Earth: তুষাররাজ্যে রেলস্টেশন! ‘পৃথিবীতে স্বর্গ’-এর ছবি শেয়ার রেলমন্ত্রীর, মুগ্ধ নেটিজেনরা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল