মথুরাকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ
Last Updated:
মথুরাকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ
advertisement
1/7

মথুরাকাণ্ডে সিবিআই তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ সিবিআই তদন্তের আবেদনে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় ৷
advertisement
2/7
আবেদনকারীকে প্রথমে এলাহাবাদ কোর্টে আবেদন করার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত ৷
advertisement
3/7
কঠোর প্রশাসনের পরিচয় দিতে মথুরার ডিএম এবং এসএসপিকে সরাল উত্তরপ্রদেশ সরকার।
advertisement
4/7
২ জুন মথুরার জওহরবাগ থেকে জবরদখলকারী ধর্মীয় সংগঠনকে সরাতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু’পক্ষের সংঘর্ষে প্রাণ হারান অন্তত ২৯ জন। যারমধ্যে দু’জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে মথুরার এই ঘটনায় সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
advertisement
5/7
স্বাধীন ভারত আন্দোলনের নামে পুলিশ-জবরদখলকারী সংঘর্ষে মথুরার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। মথুরার পরিস্থিতিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেয় অখিলেশ যাদব প্রশাসন।
advertisement
6/7
মথুরার পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ঘটনায় কেন্দ্রের তরফে রিপোর্টও তলব করা হয়।
advertisement
7/7
রাজ্য প্রশাসনের অভিযোগ, অবাস্তব কিছু দাবি করে জওহর বাগের জমি কব্জা করে রাখার ছক কষেছিল আন্দোলনকারীরা। পুলিশকে তারা যে দাবি পাঠায় তাতেই সেই অভিসন্ধি স্পষ্ট। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন বাতিল, ১ টাকায় ৬০ লিটার পেট্রোল বিক্রির মতো দাবি পূরণে সরব হয় তারা। যা খারিজ করাতেই শুরু হয় সংঘর্ষ।