TRENDING:

Anant Radhika Wedding: বাগদান সারলেন অনন্ত-রাধিকা, আম্বানিদের হবু পুত্রবধূর ভরতনাট্যম অনুষ্ঠানে ফিরে দেখা

Last Updated:
দুই পরিবার এক হওয়ার দিকে বড় পা দিলেন। অনন্ত এবং রাধিকা, দু'জনের সুখী দাম্পত্যের জন্য শ্রীনাথজি মন্দিরে আত্মীয় ও বন্ধুরা প্রার্থনা করেন।
advertisement
1/7
বাগদান সারলেন অনন্ত-রাধিকা, আম্বানিদের হবু পুত্রবধূর নৃত্যানুষ্ঠানে ফিরে দেখা
বাগদান সারলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। রাজস্থানের শ্রীনাথজি মন্দিরে এক হল দুই পরিবার। মার্চেন্ট এবং আম্বানিদের শুভ অনুষ্ঠান সম্পন্ন হল বৃহস্পতিবার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত এবং ব্যবসায়ী বীরেন মার্চেন্ট এবং শৈলা মার্চেন্টের বড় কন্যা রাধিকার বাগদান বলে কথা। আড়ম্বরে কোনও খামতি ছিল না কোথাও।
advertisement
2/7
দুই পরিবারকে বহু দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। গত জুন মাসে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি তাঁদের বহু পুত্রবধূর নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ। সেখানে নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট প্রথম বার ভারতনাট্যম নৃত্য প্রতিভা মঞ্চে মেলে ধরেছিলেন।
advertisement
3/7
প্রথম বার তিনি একা এত বড় মঞ্চে ভারতনাট্যম পরিবেশন করেছিলেন। এই অনুষ্ঠানটি রাধিকা এবং তারঁ গুরু ভাবনা ঠাকরের সাফল্য চিহ্নিত করেছিল। যিনি রাধিকাকে ৮ বছরেরও বেশি সময় ধরে ভরতনাট্যমে প্রশিক্ষণ দিয়েছিলেন। জুন মাসে সেই শিষ্যার 'অরঙ্গেত্রম' অনুষ্ঠিত হল। এর মাধ্যমে রাধিকা এক নতুন জগতে পা রাখলেন। গুরু-শিষ্য পরম্পরার ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকল।
advertisement
4/7
গুরু ভাবনা ঠাকারের কাছে নৃত্য প্রশিক্ষণ নিয়েছেন ২৭ বছরের রাধিকা। ভাবনা ঠাকারের শ্রী নিবাস আর্টসের ছাত্রী তিনি। বহু বছর ধরে নাচ শেখার পরে প্রথম বার নিজের অনুষ্ঠানে নাচ করেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। তাকে বলা হয় 'আরঙ্গেত্রম'। প্রসঙ্গত নীতা আম্বানিও ভারতনাট্যমে প্রশিক্ষিত।
advertisement
5/7
মুম্বইয়ের 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এর 'দ্য গ্র্যান্ড থিয়েটার'-এ সেদিন উপস্থিত ছিলেন তাবড় তাবড় তারাকারা। অনিল আম্বানি, টিনা আম্বানি, অনন্ত আম্বানির দাদা আকাশ আম্বানি এবং তাঁর স্ত্রী শ্লোক মেহতা ভারতীয় পোশাকে উপস্থিত হয়েছিলেন রাধিকার অনুষ্ঠানে।
advertisement
6/7
হাজির হয়েছিলেন বলিউডের তারকারাও। সলমন খান, আমির খান, রণবীর সিং। তা ছাড়া প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগেও রাধিকার নাচ দেখতে গিয়েছিলেন। ধীরুভাই আম্বানি নামাঙ্কিত স্কোয়ার পেরিয়ে 'দ্য গ্র্যান্ড থিয়েটার'-এ পা রেখেছেন অতিথিরা। প্রত্যেক অতিথিকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে আম্বানি এবং মার্চেন্ট পরিবার।
advertisement
7/7
এবার সেই দুই পরিবার এক হওয়ার দিকে বড় পা দিলেন। অনন্ত এবং রাধিকা, দু'জনের সুখী দাম্পত্যের জন্য শ্রীনাথজি মন্দিরে আত্মীয় ও বন্ধুরা প্রার্থনা করেন। ওই মন্দিরে ঐতিহ্যবাহী রাজ-ভোগ-শৃঙ্গার অনুষ্ঠানে অংশ নেন দুই পরিবারের সকলে। আম্বানি এবং মার্চেন্ট পরিবারের সকলে পরস্পরের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।
বাংলা খবর/ছবি/দেশ/
Anant Radhika Wedding: বাগদান সারলেন অনন্ত-রাধিকা, আম্বানিদের হবু পুত্রবধূর ভরতনাট্যম অনুষ্ঠানে ফিরে দেখা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল