PHOTOS: ‘সোনার রাজদন্ড’! নরেন্দ্র মোদির হাত ধরে স্থাপিত হতে চলেছে নয়া সংসদ ভবনে, এর ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে..
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
Inauguration of the New Parliament Building: স্বাধীনতার ঠিক আগে সেই রাজদন্ড প্রথমে পুরোহিতের হাত থেকে নিজের হাতে নেন লর্ড মাউন্টব্যাটেন৷ তারপর তা তুলে দেওয়া হয়৷ তারপর তা মাউন্টব্যাটেনের হাত থেকে নিয়ে, তার উপরে গঙ্গাজল ছিটিয়ে, তা তুলে দেওয়া হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে৷ ১৪ অগাস্টের মধ্যরাতের ঠিক ১৫ মিনিট আগে৷
advertisement
1/11

নয়াদিল্লি: ২৮ মে৷ আগামী রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বুধবার জানা গেল, ওই দিন আরও একটি চমক অপেক্ষা করছে ভারতবাসীর জন্য৷ তা হল সোনার রাজদন্ড৷
advertisement
2/11
বুধবার নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ওই দিন ঐতিহাসিক সুবর্ণ নির্মিত রাজদন্ড স্পিকারের আসনের পাশ প্রতিস্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
3/11
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই রাজদণ্ডের নাম ‘সেনগল’৷ তামিল শব্দ ‘সেম্মাই’ থেকে এর উৎপত্তি৷ যার অর্থ ‘ন্যায়পরায়ণতা’৷
advertisement
4/11
কিন্তু, কী এই ‘সেনগল’? এর পিছনের ইতিহাসটাই বা কী? এদিনের বৈঠকে তারও ব্যাখ্যা দেন অমিত শাহ৷
advertisement
5/11
জানা যায়, সেই চোল রাজত্বের সময় থেকেই এই ‘সেনগল’-এর ঐতিহ্য এ দেশে চলে আসছে৷ বিশেষত, দক্ষিণ ভারতে এর গুরুত্ব অপরিসীম৷ কিন্তু, সামগ্রিক ভাবে ভারতের সঙ্গেও জড়িয়ে রয়েছে এর ইতিহাস৷
advertisement
6/11
জানা যায়, ১৯৪৭ সালের ১৪ অগাস্ট রাত পৌনে ১২টা নাগাদ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হাতে এই রাজদন্ড হস্তান্তরিত করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন৷
advertisement
7/11
শোনা যায়, লর্ড মাউন্টব্যাটেন নাকি জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করেছিলেন, ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে কী ব্যবহার করা যায়৷ মাউন্টব্যাটেনের কাছে এই প্রস্তাব পাওয়ার পরে বিষয়টি নিয়ে তৎকালীন গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারীর সঙ্গে কথা বলেন নেহরু৷
advertisement
8/11
রাজাগোপালাচারীই তখন নেহরুকে ‘রাজদণ্ডের’ কথা বলেন৷ জানান, চোল রাজাদের আমল থেকেই এই ‘রাজদন্ডের’ঐতিহ্য ভারতে চলে আসছে৷ এক্ষেত্রে, প্রধান পুরোহিত রাজার হাতে রাজদণ্ড তুলে দেন৷ তখন থেকেই রাজক্ষমতা পান রাজা৷
advertisement
9/11
রাজাগোপালাচারীর উদ্যোগেই তৈরি হয় ৫ ফুটের সোনা-রুপো নির্মিত ওই রাজদন্ড৷ যার মাথার উপরে ছিল নন্দী৷
advertisement
10/11
স্বাধীনতার ঠিক আগে সেই রাজদন্ড প্রথমে পুরোহিতের হাত থেকে নিজের হাতে নেন লর্ড মাউন্টব্যাটেন৷ তারপর তা তুলে দেওয়া হয়৷ তারপর তা মাউন্টব্যাটেনের হাত থেকে নিয়ে, তার উপরে গঙ্গাজল ছিটিয়ে, তা তুলে দেওয়া হয়েছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে৷ ১৪ অগাস্টের মধ্যরাতের ঠিক ১৫ মিনিট আগে৷
advertisement
11/11
এতদিন সেই রাজদন্ড ছিল এলাহাবাদের এক মিউজিয়ামে৷ রবিবার তা স্থাপিত হবে নতুন সংসদ ভবনে৷