India Pakistan Tension: চিন নয়, ভারতের উপর কোন দেশের ড্রোন নিয়ে হামলা চালাল পাকিস্তান? সামনে এসে গেল 'দাদা'র পরিচয়!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মূলত ভাটিন্ডা, অমৃতসর, অবন্তীপুরা, কপুরথলা,জম্মু-সহ একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান।
advertisement
1/4

ভারত-পাক সংঘাতের মধ্যে গতকাল রাতে হামলা চালায় পাকিস্তান। ভারতের একের পর এক শহরে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে অধিকাংশই ধ্বংস হয়ে যায়। শুক্রবার, সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ড্রোন তুরস্কের তৈরি।
advertisement
2/4
মূলত ভাটিন্ডা, অমৃতসর, অবন্তীপুরা, কপুরথলা,জম্মু-সহ একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান।
advertisement
3/4
ভারতের পক্ষ থেকেও পাকিস্তানের বিভিন্ন শহরে আক্রমণ চালানো হয়। গুলি করে নামানো হয় পাক যুদ্ধ বিমান এফ-১৬ এবং জেএফ-১৭। এছাড়াও বৃহস্পতিবার রাতেও মোট ৫০টি পাক ড্রোন নষ্ট করে দেওয়া হয়।
advertisement
4/4
এরপরেই ভারতের উপর হামলা চালাতে শুরু করে পাকিস্তান। কিন্তু, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে হার মানে তাঁরা। এবারে জানা গেল তুরস্কের ড্রোন নিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান।