Amarnath Yatra Registration: অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন থেকে প্রসাদ বুকিং! জেনে রাখুন দারুণ কাজের এই ৫ টিপস...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Amarnath Yatra Registration: অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কীভাবে অনলাইনে আবেদন করবেন, পেমেন্ট করবেন, প্রসাদ বুক করবেন, পারমিট পাবেন—এই প্রতিবেদনে ধাপে ধাপে জানানো হয়েছে। যাত্রার আগেই সব তথ্য জেনে নিন, যাতে কোনও সমস্যা না হয়...
advertisement
1/9

অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগে যাত্রা সম্পর্কিত যতটা সম্ভব তথ্য জেনে নেওয়া খুবই জরুরি। এতে আপনি যাত্রার সময় কোনো সমস্যায় পড়বেন না। আজ আমরা জানাবো যাত্রার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও এর সঙ্গে জড়িত ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে।
advertisement
2/9
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু, অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। যাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া হয়েছে শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। যদি আপনি এখনও রেজিস্ট্রেশন না করে থাকেন, তবে এখানেই পাবেন রেজিস্ট্রেশন ও পেমেন্টের বিস্তারিত প্রক্রিয়া। অনলাইন সার্ভিস অপশনের মাধ্যমে আপনি এই ৫টি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন—যাত্রা পারমিট রেজিস্ট্রেশন, পেমেন্ট, ডিপার্টমেন্ট লগইন, অনলাইন দান এবং প্রসাদ বুকিং।
advertisement
3/9
অনলাইন সার্ভিস অপশন কোথায় পাবেন? যাত্রা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে অফিসিয়াল সাইট https://jksasb.nic.in/ খুলুন। সেখানে "অনলাইন সার্ভিস" নামক একটি অপশন রয়েছে, যা সাইটের নিচের দিকে পাওয়া যাবে। সেখানে ক্লিক করলেই পাঁচটি নতুন অপশন খুলে যাবে।
advertisement
4/9
যাত্রা পারমিট রেজিস্ট্রেশন - ধাপে ধাপে প্রক্রিয়া প্রথম অপশন হল ‘যাত্রা পারমিট রেজিস্ট্রেশন’। তাতে ক্লিক করলে রেজিস্ট্রেশনের ধাপগুলো খুলে যাবে। ফর্মটি পূরণ করুন এবং চাওয়া তথ্য দিন। এরপর আপনার রেজিস্টার্ড নম্বরে একটি OTP আসবে, সেটি দিন। সফল রেজিস্ট্রেশনের পর কিছু সময় পর পেমেন্ট অপশন চালু হবে। পেমেন্ট সম্পন্ন করে যাত্রার পারমিট ডাউনলোড করা যাবে।
advertisement
5/9
পেমেন্ট ও পারমিট ডাউনলোড করার নিয়ম দ্বিতীয় অপশন হলো ‘মেক পেমেন্ট এবং ডাউনলোড পারমিট’। এতে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে যাত্রীর রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে। তারপর "মেক পেমেন্ট ও ডাউনলোড পারমিট"-এ ক্লিক করে পেমেন্ট করুন ও পারমিট ডাউনলোড করুন।
advertisement
6/9
কিভাবে অনলাইন দান করবেন? তৃতীয় অপশনটি হলো ‘অনলাইন ডোনেশন’। এতে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে যেখানে তিনটি কলাম থাকবে—ইমেইল আইডি, মোবাইল নম্বর ও ক্যাপচা। এগুলো পূরণ করে সাবমিট করলে ডোনেশনের অপশন পাওয়া যাবে। আপনি নিজের ইচ্ছামতো অনুদান করতে পারবেন।
advertisement
7/9
অনলাইনে প্রসাদ বুক করার নিয়ম চতুর্থ অপশন হলো ‘বুক প্রসাদ’। এতে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে ইমেইল আইডি, মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। এরপর অনলাইনে প্রসাদ বুক করা যাবে।
advertisement
8/9
ডিপার্টমেন্ট লগইন ও অন্যান্য অপশন পঞ্চম ও শেষ অপশন হলো ‘ডিপার্টমেন্ট লগইন’। এতে ক্লিক করলে ইউজারনেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। এরপর সাবমিট করুন। এছাড়াও ওই পেজে আরও ৭টি অপশন দেখা যাবে—যাত্রা কীভাবে করবেন, কোন রুট ব্যবহার করবেন, স্বাস্থ্য পরামর্শ, হেল্প ডেস্ক, রেজিস্টার ও লগইনসহ হাওয়া, রেল ও সড়কপথের তথ্য।
advertisement
9/9
অমরনাথ যাত্রার জন্য প্রস্তুতির আগে এই পাঁচটি অনলাইন সার্ভিস সম্পর্কিত তথ্য জেনে রাখলে রেজিস্ট্রেশন, দান, প্রসাদ বুকিং এবং যাত্রা পারমিট সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হবে না। যাত্রার সমস্ত প্রক্রিয়া অনলাইনে সহজেই সম্পন্ন করা যায়।