এবারই প্রথম, আজ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুধুই দেশি অস্ত্রে শক্তি প্রদর্শন
- Published by:Suman Majumder
Last Updated:
Republic Day 2023; থাকবে না কোনও বিদেশি অস্ত্র। আজ প্রজাতন্ত্র দিবসে ভারত আত্মনির্ভর।
advertisement
1/5

দেশকে আত্মনির্ভর করে তোলার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্যেই এগোচ্ছে দেশ। এবার প্রজাতন্ত্র দিবসে তাই দেশি অস্ত্রেই শক্তি প্রদর্শন করবে ভারত।
advertisement
2/5
ভারতে তৈরি ‘১০৫ এমএম ইন্ডিয়ান ফিল্ড গান’ এবার ব্যবহার করা হবে ২১টি তোপধ্বনির জন্য। থাকবে না কোনও বিদেশি অস্ত্র।
advertisement
3/5
এবার অগ্নিবীররা যোগ দেবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। এই অগ্নিবীরদের নিয়োগ নিয়ে বিতর্ক হয়েছিল একটা সময়।
advertisement
4/5
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল সিসিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। মিশর থেকে ১২০ জনের অতিথিদের একটি দল থাকবে।
advertisement
5/5
৩,৫০০ ড্রোনের শো, সঙ্গে কৈলাস খেরের গলায় গান। শক্তি প্রদর্শন করবে হেলিকপ্টার ‘প্রচণ্ড’, দেখা যাবে হেলিকপ্টার ‘এএলএইচ ধ্রুব’ ও ‘এএলএইচ রুদ্র’-র দাপট। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজে উঠেছে রাজধানী দিল্লি।