Ajit Pawar Dies at Plane Crash: জ্বলন্ত পিণ্ডে পরিণত হয়ে যায় আস্ত বিমান, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের চেষ্টা করেছিলেন পাইলট, শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পওয়ারের মরদেহ বারামতী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাঁর মরদেহ রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন অজিত পওয়ারের পরিবারের সদস্যেরা৷
advertisement
1/7

বুধবার সকালে মহারাষ্ট্রের পুণের বারামতীতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পওয়ারের মৃত্যু হয়েছে।
advertisement
2/7
বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA জানিয়েছে, মুম্বই থেকে বারামতীগামী চার্টার্ড ফ্লাইটে থাকা পাঁচজনই (দুজন বিমানকর্মী এবং তিনজন, যাঁর মধ্যে অজিত পওয়ার, তাঁর ব্যক্তিগত নিরাপত্তা অফিসার এবং একজন পরিচারক ছিলেন) মারা গিয়েছেন৷
advertisement
3/7
বুধবার সকাল ৮.১০ মিনিটের দিকে মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দেন৷ ৮.৪৫ মিনিট নাগাদ সেটি বারামতীতে অবতরণের চেষ্টা করলে যান্ত্রিক সমস্যার মুখে পড়ে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ফলেই এই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
advertisement
4/7
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পওয়ারের মরদেহ বারামতী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাঁর মরদেহ রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন অজিত পওয়ারের পরিবারের সদস্যেরা৷
advertisement
5/7
দুর্ঘটনার পর,অজিত পওয়ারের বিমানের অংশ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন৷ সূত্র আরও জানিয়েছে যে, বারামতীতে ঘন কুয়াশা বিমানটি দুর্ঘটনার কারণ হতে পারে। জানা গেছে, পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
advertisement
6/7
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শ্রী অজিত পাওয়ার জি ছিলেন একজন জননেতা, তৃণমূল স্তরের সাথে তাঁর দৃঢ় সংযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন পরিশ্রমী ব্যক্তিত্ব হিসেবে তিনি সর্বত্র সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়ে তাঁর বোধগম্যতা এবং দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের প্রতি তাঁর আবেগও উল্লেখযোগ্য ছিল। তাঁর অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’
advertisement
7/7
এই দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং হতবাক৷ আজ সকালে বারামতীতে বিধ্বংসী বিমান দুর্ঘটনায় যেভাবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে, আমি তাতে ব্যক্তিগত ক্ষতি অনুভব করছি৷’