advertisement
1/5

জাঁকজমকের ঘটা নেই খুব একটা ৷ নেই নেতা মন্ত্রীদের ভিড়ও ৷ পরিবারের লোকজনদের নিয়েই<br /> সাদামাটা ভাবেই অনুষ্ঠিত হল ঐশ্বর্য-তেজপ্রতাপের আংটি বদলের অনুষ্ঠান ৷ (Photo: News 18)
advertisement
2/5
পটনার একটি পাঁচতারা হোটেলে তাঁদের আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ ১২ মে তেজপ্রতাপের সঙ্গে ঐশ্বর্যের বিয়ের দিন স্থির হয়েছে ৷ (Photo: News 18)
advertisement
3/5
আরজেডি দলের বরিষ্ঠ নেত্রী চন্দ্রিকা রাইয়ের বড় মেয়ে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তেজপ্রতাপের ৷ বিহারের ছাপড়া জেলার বাসিন্দা ঐশ্বর্য দিল্লি থেকে পড়াশুনা করেছেন ৷ (Photo: News 18)
advertisement
4/5
ঐশ্বর্যর দুই বোন আর এক ভাই আছে ৷ ঐশ্বর্যর ছোট বোনের নাম আয়ুষী, ইন্জিনিয়ারিং শেষ করে এখন চাকরি করছেন তিনি ৷ ভাই অপুর্ব আইন নিয়ে পড়াশুনা করছেন ৷ (Photo: News 18)
advertisement
5/5
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দারগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্য। দারগা প্রসাদ রাই বিহারের ১০তম মুখ্যমন্ত্রী ছিলেন ৷ (Photo: News 18)