"আমায় টাকা দিয়ে কেনার মতো কেউ জন্মায়নি",মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ওয়েইসির
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷
advertisement
1/5

•আগামী বছরের বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনীতি (Bengal Politics) উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি (BJP) এবং তৃণমূল কংগ্রেসের (TMC)মধ্যে বিরোধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ এরই মধ্যে এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ।
advertisement
2/5
•মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷
advertisement
3/5
•জলপাইগুড়ির সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে সংখ্যালঘু ভোট ভাগ করতে হায়দরাবাদ থেকে এসেছে ওয়েইসির দল৷ বিজেপির থেকে টাকা নিয়ে তাঁরা সংখ্যালঘু ভোট ভাগের রাজনীতি করছে, বিহারে যেমন করেছে ওয়াইসির দল, সভা মঞ্চ থেকে অভিযোগ করেন মমতা৷ তারই প্রতিবাদ করেছেন আসাদউদ্দিন ওয়েইসি৷
advertisement
4/5
•আসাদউদ্দিন ওয়েইসি স্পষ্ট করছেন যে, 'এখনও এমন কোনও মানুষ জন্মগ্রহণ করেননি, যিনি আমাকে টাকার বিনিময় কিনতে পারেন। তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) অভিযোগ ভিত্তিহীন৷ মমতা অধৈর্য বলে কটাক্ষ করেন ওয়েইসি৷ যেভাবে তৃণমূল ছাড়ছেন একের পর এক নেতা, মন্ত্রী, তাতে ওয়েইসি তৃণমূল সুপ্রিমোকে তিনি দল আগলানোর পরামর্শও দেন৷
advertisement
5/5
•নিজের বক্তব্যের মাধ্যমে যে আদতে বিহারের ভোটার যাঁরা এআইএমআইএমকে ভোট দিয়েছেন, তারা অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও জোর গলায় বলেন আসাদউদ্দিন ওয়েইসি।