TRENDING:

Red Panda: ৮ বছরের প্রতীক্ষার পর খুশির খবর! সিকিমের হিমালয়ান জু-তে জন্ম নিল দুই লাল পান্ডাশাবক

Last Updated:
Red Panda: সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্কে দেখা দিল বহু প্রতীক্ষিত প্রাণের আলো। ৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে জন্ম নিল দুটি লাল পান্ডাশাবক।
advertisement
1/5
৮ বছরের প্রতীক্ষার পর খুশির খবর! সিকিমের হিমালয়ান জু-তে জন্ম নিল দুই লাল পান্ডাশাবক
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: সিকিমের হিমালয়ান জুলজিক্যাল পার্কে দেখা দিল বহু প্রতীক্ষিত প্রাণের আলো। ৮ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে জন্ম নিল দুটি লাল পান্ডাশাবক। ১৫ জুন, ২০২৫ তারিখে শাবকদ্বয়ের জন্ম দেয় প্রথমবার মা হওয়া মিরাক। বাবা লাকি (দ্বিতীয়) – যিনি শুধু নামেই নয়, কাজে ও বড্ড ‘লাকি’ – কারণ এই বিরল সাফল্যের অন্যতম কান্ডারি সে-ও।
advertisement
2/5
এই চিড়িয়াখানা ভারতের প্রাচীনতম লাল পান্ডা সংরক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরেই সংরক্ষণ প্রোগ্রামে নানা বাধা-বিপত্তি দেখা দিয়েছিল। ক্যানাইন ডিসটেম্পারের সংক্রমণ এবং টানা প্রজনন ব্যর্থতায় আশাহত ছিল কর্তৃপক্ষ। কিন্তু নতুন এই দুই অতিথির আগমন যেন এক নতুন আশার দিগন্ত খুলে দিয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া তথ্য হল, সাধারণত লাল পাণ্ডা বাবারা প্রজনন বা ছানার দেখভালে অংশ নেন না। কিন্তু এবার দেখা গেছে, বাবা লাকি নিজে হাতে বাসা তৈরি করতে সাহায্য করেছে মাকে — যা এই প্রজাতির ক্ষেত্রে একেবারে ব্যতিক্রমী ও মধুর ঘটনা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
তবে এখনই দর্শনার্থীরা দেখতে পাবেন না এই নবাগতদের। সংরক্ষণ কেন্দ্রে রাখা হবে তাদের, যত দিন না তারা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে বাইরের পরিবেশের মুখোমুখি হওয়ার জন্য। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
লাল পান্ডা বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত। পূর্ব হিমালয়ের এই দুর্লভ বাসিন্দাকে রক্ষা করতে এই জন্ম আশার আলোর মতো। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/দেশ/
Red Panda: ৮ বছরের প্রতীক্ষার পর খুশির খবর! সিকিমের হিমালয়ান জু-তে জন্ম নিল দুই লাল পান্ডাশাবক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল