Indians Evacuated From Kabul: কাবুল থেকে দু'টি বিমানে ভারতীয়দের ফেরানো হল দেশে, তৃতীয় বিমানে আসছেন আরও ৩০০!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানের কাবুল থেকে বেশ কিছু ভারতীয়কে দেশে ফেরানো হল (ndians Evacuated From Kabul)।
advertisement
1/6

তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানের কাবুল থেকে বেশ কিছু ভারতীয়কে দেশে ফেরানো হল (ndians Evacuated From Kabul)।
advertisement
2/6
কাবুল থেকে দুটি বিমানে ভারতীয়দের সরিয়ে আনা হয়েছিল তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কাতারের দোহায়। সেখান থেকে রবিবার সকালেই দিল্লিতে ফিরেছে বিমান দুটি।
advertisement
3/6
তৃতীয় বিমানটিকে বায়ুসেনা প্রায় ১৬৮ জন যাত্রীকে তুলেছে। তাঁদের মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ট্যুইটারে ছবি পোস্ট করে একথা ঘোষণা করেছেন।
advertisement
4/6
অরিন্দম বাগচী জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো ফ্লাইটসের যৌথ উদ্যোগে এই ভারতীয়দের দেশে ফেরানো সম্ভব হয়েছে। বিমানে ওঠার পর যাত্রীরা 'ভারত মাতা কি জয়' বলে ধ্বনি দিয়েছেন বলে জানা গিয়েছে।
advertisement
5/6
দিল্লিতে নামার পর সমস্ত যাত্রীর RT-PCR পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে সরকার। এই ভারতীয়রা প্রত্যেকেই কাবুল বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।
advertisement
6/6
প্রথম দুটি বিমানে ৮৫ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে রবিবার সকালে। তৃতীয় বিমানটিতে আরও ভারতীয়দের আনা হচ্ছে দেশে।