Bus Accident: ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারে ধাক্কা যাত্রীবোঝাই বাসের, আহত বহু! দুমড়ে মুছড়ে গেল গোটা বাস, রক্তে ভাসল এলাকা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Road Accident: বালি বোঝাই ডাম্পারেরে সঙ্গে ধাক্কার জেরে ভয়ঙ্কর পরিণতি হত যাত্রীবোঝাই বাসের। ঘটনাটি ঘটেছে ইটাওয়া আগ্রা হাইওয়ের কাছে
advertisement
1/5

বালি বোঝাই ডাম্পারেরে সঙ্গে ধাক্কার জেরে ভয়ঙ্কর পরিণতি হত যাত্রীবোঝাই বাসের। ঘটনাটি ঘটেছে ইটাওয়া আগ্রা হাইওয়ের কাছে। Image: ChatGPT
advertisement
2/5
দুর্ঘটনার সময়ে বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। ডাম্পারের সঙ্গে বাসটির ধাক্কা লাগার পরেই তীব্র শব্দ হয়। স্থানীয় মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
advertisement
3/5
দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় বিশাল পুলিশ। পরে ডাম্পারটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ।
advertisement
4/5
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে জড়ো হন প্রচুর গ্রামবাসী। এর জেরে আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের অ্যাম্বুল্যান্সে করে সাইফাই হাসপাতালে পাঠানো হয়।
advertisement
5/5
বাসের সামনের দিকের যাত্রীরা তুলনামূলক ভাবে বেশি আহত হয়েছেন। স্থানীয় কারহাল থানার আধিকারিক জানান, ইতিমধ্যেই তাঁদের কাছে দুর্ঘটনার অভিযোগ এসে। সেই মতো তদন্ত শুরু করা হবে।