TRENDING:

পাকিস্তানি কূটনীতিকের ছদ্মবেশে লুকিয়ে ছিল ISI চর! দিল্লিতে বসেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র? ২৪ ঘণ্টার মধ্যে দেশছাড়ার নির্দেশ দিল ভারত সরকার

Last Updated:
ISI Spy: পাকিস্তান হাইকমিশনের এক কর্মী দিল্লিতে বসেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন—এই অভিযোগে ভারত সরকার তাঁকে 'পার্সোনা নন গ্রাটা' (persona non grata) ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
advertisement
1/8
লুকিয়ে ছিল ISI চর! দিল্লিতে বসেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র? ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে
ভারত সরকারের তরফে পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে 'পার্সোনা নন গ্রাটা' ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। (Representative Image: AI)
advertisement
2/8
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পাকিস্তানি কূটনীতিক তাঁর কূটনৈতিক দায়িত্বের সীমা লঙ্ঘন করে এমন কিছু কাজে যুক্ত ছিলেন যা গ্রহণযোগ্য নয়। (Representative Image: AI)
advertisement
3/8
তাঁর এই কার্যকলাপ কূটনৈতিক রীতিনীতি বিরুদ্ধ, ফলে তাঁকে দোষী সাব্যস্ত করে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা পাক হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স-কে জানিয়ে এক বিতর্কপত্র (démarche) পেশ করা হয়েছে। (Representative Image: AI)
advertisement
4/8
কীভাবে ফাঁস হল পরিচয়? পাঞ্জাব পুলিশ সম্প্রতি দু’জনকে গ্রেফতার করে, যাঁদের বিরুদ্ধে ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানি হ্যান্ডলারের কাছে পাচার করার অভিযোগ উঠেছে। ওই হ্যান্ডলার দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। (Representative Image: AI)
advertisement
5/8
তদের জেরা করেই ফাঁস হয় পাকিস্তানি হাইকমিশনের ওই কর্মীর নাম – এহসান উর রহিম ওরফে দানিশ। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তদের অনলাইন মাধ্যমে টাকা দিয়ে ভারতীয় সেনার স্পর্শকাতর তথ্য সংগ্রহ করানো হত। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। গোয়েন্দা দফতরের মতে, এই ঘটনা পাক গুপ্তচরচক্র ভাঙার ক্ষেত্রে বড় সাফল্য। (Representative Image: AI)
advertisement
6/8
ভারত সরকারের স্পষ্ট বার্তা, কূটনৈতিক রীতিনীতির লঙ্ঘন কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এর আগেও একাধিকবার পাক কূটনীতিকদের বহিষ্কার করেছে ভারত। এই ঘটনাকে ভারত-পাকিস্তানের ইতিমধ্যেই উত্তপ্ত সম্পর্কের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (Representative Image: AI)
advertisement
7/8
কী এই ‘পার্সোনা নন গ্রাটা’? ‘পার্সোনা নন গ্রাটা’ একটি ল্যাটিন শব্দ, যার মানে – অপ্রত্যাশিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি। আন্তর্জাতিক কূটনীতিতে এই শব্দ তখনই ব্যবহৃত হয়, যখন কোনও বিদেশি কূটনীতিক বা আধিকারিকের কার্যকলাপ কোনও দেশের পক্ষে বিপজ্জনক বলে প্রমাণিত হয়—যেমন গুপ্তচরবৃত্তি, ষড়যন্ত্র বা বিধিবহির্ভূত কার্যকলাপ। (Representative Image: AI)
advertisement
8/8
কোনও ব্যক্তিকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা মানে, তাঁকে সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি চরম কূটনৈতিক প্রতিবাদ হিসেবে ধরা হয়। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/দেশ/
পাকিস্তানি কূটনীতিকের ছদ্মবেশে লুকিয়ে ছিল ISI চর! দিল্লিতে বসেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র? ২৪ ঘণ্টার মধ্যে দেশছাড়ার নির্দেশ দিল ভারত সরকার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল