TRENDING:

7th Pay Commission: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?

Last Updated:
সম্প্রতি, মধ্যপ্রদেশ তার কর্মীদের জন্য ডিএ ৪ শতাংশ বাড়িয়েছে। তার আগে, ওড়িশা সরকারও তার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বর্তমান ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছে।
advertisement
1/8
আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
সপ্তম বেতন কমিশন: সম্প্রতি বেশ কয়েকটি রাজ্য সরকার তাদের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বাড়িয়েছে৷ এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যেও সুখবর৷
advertisement
2/8
বছরে দুবার ডিএ বাড়ানো হয় - জানুয়ারি এবং জুলাই মাসে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাসে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বেড়ে ৪২ শতাংশ হয়েছিল৷ ২০২৩ এর ১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়৷
advertisement
3/8
সরকারি কর্মচারীদের দেওয়া হয় মহার্ঘ ভাতা (DA)৷ পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DR)। সরকারি তথ্য অনুসারে, ৪৭.৫৮ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী রয়েছেন। আসন্ন ডিএ বৃদ্ধির পরে, এই কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন।
advertisement
4/8
সম্প্রতি, মধ্যপ্রদেশ তার কর্মীদের জন্য ডিএ ৪ শতাংশ বাড়িয়েছে। তার আগে, ওড়িশা সরকারও তার কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল। কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বর্তমান ৩৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছে। বর্ধিত ডিএ এই বছরের ২৩ জানুয়ারি থেকে প্রযোজ্য হবে এবং কর্মচারীরা তাদের জুনের বেতনের সঙ্গে টাকাটি পাবেন।
advertisement
5/8
তার আগে, কর্ণাটকও ১ জানুয়ারি, ২০২৩ থেকে একটি পূর্ববর্তী প্রভাবের সাথে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল৷ কর্ণাটকে ডিএ ৩১ শতাংশ থেকে ৩৫ শতাংশে বৃদ্ধি করা হয়েছে৷ ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশও তাদের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
advertisement
6/8
সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে৷ তেমনটা হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪৬ শতাংশ হবে। পরবর্তী ডিএ বৃদ্ধির বিষয়টি সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ ঘোষণা করা হতে পারে।
advertisement
7/8
ডিএ হাইক কিভাবে গণনা করা হয়? কেন্দ্রীয় সরকার একটি সূত্রের ভিত্তিতে কর্মচারীদের জন্য ডিএ এবং ডিআর সংশোধন করে। নিম্নলিখিত সূত্র: মহার্ঘ ভাতা শতাংশ = ((সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের গড় (বেস ইয়ার 2001=100) গত 12 মাসের জন্য -115.76)/115.76)x100।
advertisement
8/8
কেন্দ্রীয় পাবলিক সেক্টরের কর্মীদের জন্য: মহার্ঘ ভাতা শতাংশ = ((সর্বভারতীয় গ্রাহক মূল্য সূচকের গড় (বেস ইয়ার 2001=100) গত 3 মাসের জন্য -126.33)/126.33)x100।
বাংলা খবর/ছবি/দেশ/
7th Pay Commission: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল