advertisement
1/5

দিনকে দিন বাড়ছে তাপমাত্রার পারদ ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির তাপমাত্রা ৷ ২৩শে এপ্রিল দেশ জুড়ে তৃতীয় দফায় নির্বাচন ৷ তার আগে চলছে জোরদার প্রচার ৷ রাজনৈতিক নেতা নেত্রীরা এক একটি কৌশলে চালাচ্ছেন নির্বাচনী প্রচার ৷
advertisement
2/5
এই রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই বেজায় খুশি ৬০০ জন হিন্দু অভিবাসী ৷ পাকিস্তান থেকে দেশে আসা এই ৬০০ জন হিন্দু অভিবাসী এই প্রথম ভোট দিতে চলেছেন ৷
advertisement
3/5
আগামিকাল গুজরাতে ২৬ টি লোকসভা আসনে ভোট হতে চলেছে ৷ সেই সমস্ত কেন্দ্র থেকেই এঁরা নিজেদের জনমত দিতে পারবেন ৷ এই ৬০০ জন হিন্দু অভিবাসী ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পান ৷ যার জেরে আসন্ন লোকসভা নির্বাচনেই তারা প্রথম ভোট দিতে পারবেন ৷
advertisement
4/5
রাজনৈতিক মহলের মত, যারা পাকিস্তান থেকে ভারতে এসে দেশের নাগরিকত্ব পান ৷ তাদের ভোট থাকবে বিজেপির দিকেই ৷ কারণ কেন্দ্রের বিজেপি সরকারের আমলেই তারা ভারতে নিরাপদে থাকার আশ্রয় পান ৷ এমনকী, বহু লড়াইয়ের শেষে নাগরিকত্বও পেয়েছেন তাঁরা ৷ photo source collected
advertisement
5/5
কিন্তু কেন পাকিস্তান ছেড়ে এদেশে ? তাদের বক্তব্য একটাই ৷ পাকিস্তানে নিশ্চিন্তে থাকতে পারছিলেন না তাঁরা ৷ কারণ পাকিস্তানে কোনও নিরাপত্তা নেই ৷ একইসঙ্গে তাঁরা দাবি করেছেন, মেয়েরা একা কেউ বেরোতে পারেন না বাড়ির বাইরে ৷ সবসময়ই আতঙ্কে দিন কাটাতেন তাঁরা ৷