#NirbhayaRapeCase: ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে ইন্টারন্যাশানাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ ৩ ধর্ষক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নির্ভয়া গণধর্ষণ মামলায় ফের নয়া চমক
advertisement
1/4

সুপ্রিম কোর্ট সোমবার মুকেশ সিংয়ের আবেদন খারিজ করে দেওয়ার পর এবার ইন্টারন্যাশানাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হল তিন ধর্ষক ৷ Photo- News 18 Creative
advertisement
2/4
মুকেশ সিং এর আগে জানিয়েছিলেন তাঁকে তাঁর আইনজীবী এখনও অবধি সব ভুল যুক্তি দিয়েছেন তিনি নতুন করে নিজের মামলা সাজাতে চান বলে আবেদনম করেছিলেন তিনি তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এবার অক্ষয় সিং, পওয়ন গুপ্তা ও বিনয়শর্মা ফাঁসির আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে ইন্টারন্যাশানাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হল ৷
advertisement
3/4
৫ মার্চ ট্রায়াল কোর্ট নির্ভয়া ধর্ষণ কাণ্ডের চার অভিযুক্তকে ফাঁসির সাজা ঘোষণা করেছিল ৷ ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় এই ফাঁসি হয় ৷ সমস্ত আইনি উপায় শেষ হয়ে যাওয়ার পর এই সাজা হয় ৷ এর আগে তিনবার ডেথ ওয়ারেন্ট জারি হওয়ার পরেও তা কার্যকর করা হয়নি ৷
advertisement
4/4
১৭ মার্চ ফাঁসি দেওয়ার জন্য তিহাড় জেলে পৌঁছচ্ছেন পবন জল্লাদ ৷ মূল ফাঁসির আগে হবে ডামি ফাঁসি ৷