২৩৪ ভারতীয়কে নিয়ে করোনা বিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরল বিমান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ভোর সাড়ে ৩টে নাগাদ বিমানটি মুম্বইয়ে এসে পৌঁছয়।
advertisement
1/6

* করোনায় বিধ্বস্ত ইরানে আটকে পড়া ২৩৪ ভারতীয়কে নিয়ে মুম্বই বিমানবন্দরে রবিবার ভোররাতে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। ভোর সাড়ে ৩টে নাগাদ বিমানটি মুম্বইয়ে এসে পৌঁছয়। তবে, দেশে ফিরলেও তাঁরা এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না। নিয়মানুযায়ী তাঁদের পনের দিন কোয়ারেনটাইন করে রাখা হবে।
advertisement
2/6
* মধ্য প্রাচ্যে করোনায় সবথেকে শোচনীয় অবস্থা ইরানের। এরই মধ্যে সে দেশে করোনাভাইরাসে মৃত্যু ৬০০ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত ১৩ হাজার। রবিবার ভোররাতে ইরান থেকে ভারতীয়দের ফিরে আসার খবর জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। আপাতত জয়সালমীরের একটি আর্মি ক্যাম্পে তাঁদের আলাদা করে রাখা হবে। এর আগে আরও দু-দফায় ইরান থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
advertisement
3/6
* ইরান থেকে যাঁরা দেশে ফিরেছেন তাঁদের মধ্যে ১১জন পুরুষ, বাকি ১৩৬ জন মহিলা।
advertisement
4/6
* পাশাপাশি, রবিবার সকালে ২৩০ পড়ুয়াকে নিয়ে ইতালির মিলান থেকে এয়ার ইন্ডিয়ার আর একটি বিমান দিল্লি পৌঁছবে। চিনের চৌহদ্দি ছাড়িয়ে ইতালি এখন নয়া করোনাভাইরাসের এপিসেন্টার। ইতালিতে এখনও পর্যন্ত করোনার বলি ১,২৬৬ জন। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত ১৭,৬৬০। ফলে, সেখানে আটকে-পড়া ভারতীয় পড়ুয়াদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে তত্পর হয় নয়াদিল্লি।
advertisement
5/6
* চিনের উহান থেকে ছড়িয়ে-পড়া এই প্রাণঘাতী ভাইরাসে এখনও পর্যন্ত গোটা বিশ্বে ৫০০০ জন বলি হয়েছেন। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার।
advertisement
6/6
* যে সেনা ক্যাম্পে তাঁদের রাখা হবে সেখানে রয়েড়ে প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা। এছাড়াও রয়েছে ফ্রিজ, টিভি-সহ একাধিক অত্যাধুনিক বন্দোবস্ত।