প্রথমবার প্লেনে চেপে ঘরে ফিরলেন পরিযায়ী শ্রমিকরা, মুম্বই থেকে ঝাড়খন্ডের ১৮০ জন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পরিযায়ী শ্রমিকদের স্বার্থরক্ষা করাই প্রাথমিক দায়িত্ব এমনটাই জানিয়ে দিল এই রাজ্যের সরকার
advertisement
1/4

ঝাড়খন্ড সরকারের প্রচেষ্টা ও অ্যালুমনাই নেটওয়ার্ক অফ ন্যাশানাল ল স্কুল বেঙ্গালুরু -র সহযোগে এয়ার এশিয়ার ফ্লাইটে ঝাড়খন্ডে ফিরলেন ১৮০ জন পরিযায়ী শ্রমিক ৷ সকাল ৮.১৫ তে এই বিমান এল ৷ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷Photo- File
advertisement
2/4
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দারুণ খুশি ৷ তিনি জানিয়েছেন এটা সরকারের প্রাথমিক দায়িত্ব যেখানে পরিযায়ী শ্রমিকরা সুস্থ ভাবে ঘরে ফিরতে পারেন ৷ তাই এর জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করা হচ্ছে ৷ এরপর লাদাখ ও আন্দামানে আটকে থাকা ঝাড়খন্ডের পরিযায়ী শ্রমিকদেরও ফিরিয়ে আনা হবে ৷
advertisement
3/4
আসলে ঝা়ড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আগ্রহ দেখে কেন্দ্রও উদ্যোগ নেয় যাতে শ্রমিকদের প্লেনে করে ঘরে ফেরানো ়যায় ৷ তারা অনুমতি দিতেই সারা ভারতে প্রথমবার পরিযায়ীরা প্লেনে করে বাড়ি ফিরতে পারছেন ৷তাঁরা ফেরার পর রাজ্য সরকার তাদের দেখাশুনো করবে ৷ পাশাপাশি এও জানানো হয়েছে ইতিমধ্যেই এক লক্ষ পরিযায়ী নিজেদের বাড়ি ফিরে আসতে পেরেছেন ৷Photo- Representive (File)
advertisement
4/4
হেমন্ত সোরেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে শ্রমিকদের চ্যাটার্ড ফ্লাইটে ফেরত আনানোর অনুমতি চেয়েছে ৷ লাদাখ ও আন্দামান নিকোবর আর নর্থ ইস্ট থেকে পরিযায়ী শ্রমিকদের প্লেনে ফেরানো হক৷ কারণ এই সব জায়গায় যাঁরা আটকে আছেন তাঁদের অন্য কোনও উপায়ে ফেরানো সম্ভব হচ্ছে না ৷ লাদাখে প্রায় ২০০ জন এবং উত্তর পূর্বে প্রায় ৪৫০ জন শ্রমিক আটকে রয়েছেন৷Photo- File