West Bengal Weather Forecast: হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এই জেলায়, ভ্যাপসা গরম রেহাই! এক নজরে বুধবারের আবহাওয়া
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Murshidabad Weather: জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার ৮০ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৬ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তবে বৃষ্টিতে মিলবে স্বস্তি।
advertisement
1/7

বুধবার মুর্শিদাবাদ জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে বর্ষা প্রবেশ করলেও বর্তমানে সেই ভাবে দেখা মেলে না বৃষ্টির। আষাঢ় মাস শেষ হতে চললেও সেই ভাবে মুষলধারে বৃষ্টির দেখা নেই তেমন। (রিপোর্টার: কৌশিক অধিকারী)
advertisement
2/7
এখনও ঘাম ঝরাচ্ছে গরম। তবে তীব্র দাবদাহ নেই। বুধবার তেমনই থাকবে আবহাওয়া। এ দিন মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়। সঙ্গে শোনা যেতে পারে বজ্রবিদ্যুতের গর্জনও। আবহাওয়া দফতরের তরফে এমনই ইঙ্গিত মিলেছে। (কৌশিক অধিকারী)
advertisement
3/7
জেলা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মাঝের কয়েক দিন বাদ দিলে, জুন মাসেও গরমের চোখরাঙানি থেকেছে। জুলাইয়ের শুরুতেও গরম অনুভূত হচ্ছে। তবে বৃষ্টির জেরে ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। (কৌশিক অধিকারী)
advertisement
4/7
বুধবার মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। তাতে তাপমাত্রার পারদ আরও বেশ খানিকটা নামতে পারে। এদিন আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। এ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। (কৌশিক অধিকারী)
advertisement
5/7
বুধবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। (কৌশিক অধিকারী)
advertisement
6/7
জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার ৮০ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৬ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তবে বৃষ্টিতে মিলবে স্বস্তি। (কৌশিক অধিকারী)
advertisement
7/7
আবহাওয়া দফতর জানিয়েছে সকালে ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বয়েছে। বিকেলেও ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে হাওয়ার দাপট থাকবে। (কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/মুর্শিদাবাদ/
West Bengal Weather Forecast: হঠাৎ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এই জেলায়, ভ্যাপসা গরম রেহাই! এক নজরে বুধবারের আবহাওয়া