Mahalaya 2023: মহালয়ার ভোর থেকে গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
মহালয়ার ভোরে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদনের জন্য গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়
advertisement
1/9

সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়ায় অবসান হয় পিতৃপক্ষের, আর সুচনা হয় দেবীপক্ষের।
advertisement
2/9
মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ সর্বত্র গঙ্গার ঘাটে তর্পণ করতে সাধারণ মানুষের ভিড় শনিবার সকাল থেকেই।
advertisement
3/9
বহরমপুরের কলেজঘাট সহ বিভিন্ন ঘাটে আতপচাল, তিল দিয়ে চলছে পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ
advertisement
4/9
পিতৃ পক্ষের বা শ্রাদ্ধপক্ষের সবচেয়ে গুরুত্বরপূর্ণ দিনটি হল মহালয়া ।
advertisement
5/9
অমাবস্যা তিথি শুরু হয়েছে ১৩অক্টোবর শুক্রবার রাত ৯টা ৫১ মিনিট থেকে শেষ হবে শনিবার রাত ১১টা ২৫ মিনিটে।
advertisement
6/9
প্রয়াত সমস্ত পুর্ব পুরুষের উদ্দেশ্যেই শ্রাদ্ধ তর্পণ করা হয় ।
advertisement
7/9
যদি কারোর মৃত্যুর পর শ্রাদ্ধ না করা হয়ে থাকে তাহলে তাঁর নামেও এদিন শ্রাদ্ধের কাজ সম্পন্ন করা হয়।
advertisement
8/9
মহালায়ার সকালে প্রয়াত পুর্বপুরুষেরা সম্মণ করে তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেই আজকের দিনটি নিদিষ্ট।
advertisement
9/9
গঙ্গার ঘাটে পুরোহিতের সাহায্য নিয়ে এদিন বিভিন্ন ঘাটে তর্পণ করে থাকেন সাধারণ মানুষ।