Bangla News | Ganga Dussehra: গঙ্গায় ডুব দিয়ে পাপ-মুক্তি! গঙ্গা-পুজোয় মেতে উঠলেন মুর্শিদাবাদের মানুষ
- Published by:Piya Banerjee
Last Updated:
Bangla News | Ganga Dussehra : শুক্রবার সকালে শেষ হবে এই গঙ্গা পুজোর উৎসব। কোভিড মহামারি কাটিয়ে এই গঙ্গা পুজোতে মেতে উঠলেন মানুষ।
advertisement
1/7

মুর্শিদাবাদের মাঝ বরাবর বয়ে গিয়েছে ভাগীরথী নদী। গঙ্গার অপর নামই ভাগীরথী। ভাগীরথী নদী লাগোয়া বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে চলছে গঙ্গা পুজো। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)
advertisement
2/7
বহরমপুর, বেলডাঙা, লালবাগ জিয়াগঞ্জ সহ জেলার বিভিন্ন জায়গায় জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে গঙ্গা পুজো বা দশহরা পুজোর আয়োজন করা হল। শুক্রবার সকালে শেষ হবে এই গঙ্গা পুজোর উৎসব। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)
advertisement
3/7
কোভিড মহামারি কাটিয়ে এই গঙ্গা পুজোতে মেতে উঠলেন জেলাবাসী। দশহরার তিথি ও শুভক্ষণ শুরু হয়েছে বৃহস্পতিবার ৯ই জুন সকাল ৮টা ২১ মিনিটে এবং দশমী তিথি শেষ হবে ১০ জুন, সকাল ৭টা ২৫ মিনিটে। দশহরা কথার অর্থ, দশহরা কথার অর্থ হল দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা। এ দিন গঙ্গায় ডুব দিয়ে মানুষের সমস্ত পাপমুক্তি ঘটে বলে মনে করা হয়। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)
advertisement
4/7
এই তিথিতে দশবিধ পাপ হরণ করা হয়। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)
advertisement
5/7
দশহরার ব্রত পালন ও স্নান, দান, জপ করলে বিশেষ উপকার হয়। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)
advertisement
6/7
নিয়মানুসারে এ দিন অতি অবশ্যই গঙ্গা স্নান করতে হবে। গঙ্গায় স্নান করার পর গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করতে হবে। ১০ রকম ফুল ও ১০ রকম ফল সহযোগে গঙ্গা পুজো করতে হবে। গঙ্গা দেবীর সামনে ১০টি প্রদীপ জ্বালাতে হয় বলে কথিত আছে। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)
advertisement
7/7
ভাগীরথী নদীর তীরে বিভিন্ন জায়গায় মা গঙ্গার মুর্তি তৈরী করে এই পুজোয় মেতে উঠলেন মানুষ। (ছবি ও লেখা: কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/মুর্শিদাবাদ/
Bangla News | Ganga Dussehra: গঙ্গায় ডুব দিয়ে পাপ-মুক্তি! গঙ্গা-পুজোয় মেতে উঠলেন মুর্শিদাবাদের মানুষ