Durga Puja Travel 2023 : রানি ভবানীর তৈরি ২৫০ বছরের প্রাচীন মন্দির দেখতে আসুন ছোট্ট ছুটিতে
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja Travel 2023 :১৭৬০ সাল নাগাদ আজিমগঞ্জের বড়নগরে একের পর এক মন্দির তৈরি করেন রানি
advertisement
1/8

দুর্গাপুজোর প্রাক মুহূর্ত হোক বা পুজোর ছুটিতে ঘুরে আসুন রাজ্যের চার বাংলার মন্দির।
advertisement
2/8
১৭৬০ সাল নাগাদ আজিমগঞ্জের বড়নগরে একের পর এক মন্দির তৈরি করেন রানি।
advertisement
3/8
খুব অল্প সময়ে শুধু বড়নগরে প্রায় ১০৮ টি মন্দির তৈরী করেছিলেন রানী ভবানী। যার বেশিরভাগই এখন নদীগর্ভে বিলীন
advertisement
4/8
রানী ভবানীর তৈরি মন্দিরগুলির মধ্যে অন্যতম ‘চার বাংলা’ মন্দির।
advertisement
5/8
তিনটি খিলান দেওয়া দরজার প্রতিটি মন্দিরে তিনটে করে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এখনও ১২টি শিবলিঙ্গের পুজো হয় রোজ।
advertisement
6/8
একদা জমিদারি বিস্তৃত ছিল এখনকার রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, মুর্শিদাবাদ, বীরভূম ছাড়িয়ে মালদা পর্যন্ত।
advertisement
7/8
হাজার দুয়ারী থেকে ৭ কিলোমিটার দূরেই জিয়াগঞ্জ ঘাট থেকে নৌকো পেরিয়ে পৌঁছে যেতে পারেন আজিমগঞ্জ।
advertisement
8/8
নবাবের শহরের উপকণ্ঠে ছুঁয়ে দেখুন ২৫০ বছরের এক বিস্মৃত ইতিহাসকে স্বাক্ষী করে নিতে।
বাংলা খবর/ছবি/মুর্শিদাবাদ/
Durga Puja Travel 2023 : রানি ভবানীর তৈরি ২৫০ বছরের প্রাচীন মন্দির দেখতে আসুন ছোট্ট ছুটিতে