TRENDING:

Tarapith: ৩০০ টাকায় ঘুরে আসুন তারাপীঠ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন? রইল খুঁটিনাটি

Last Updated:
Tarapith: ২০০-৩০০ টাকা খরচে আপনি যেতে পারেন তারাপীঠ। সেখানে মায়ের দর্শন করে আসতে পারেন, থাকা খাওয়াও সম্পূর্ণ ফ্রি। বাজেট অল্প থাকলে বিনা পয়সায় থাকার ব্যবস্থাও রয়েছে, খুবই সামান্য মূল্যে।
advertisement
1/11
৩০০ টাকায় ঘুরে আসুন তারাপীঠ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন?রইল খুঁটিনাটি
*বীরভূমের তারাপীঠ বাঙালির অন্যতম পর্যটন কেন্দ্র। মা তারার মন্দিরের জন্য সেখানে প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম হয়। বিশেষ করে কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি। 
advertisement
2/11
*তবে শুধু কৌশিকী আমাবস্যা নয়, অন্যান্য সময়ও অনেকেই তারাপীঠে যেতে চান না কারণ খরচ। তাঁরা মনে করেন, তারাপীঠ গেলেই খরচ অন্তত কয়েক হাজার টাকা। তবে আপনার এই ধারণা ঠিক নয়৷ মাত্র ২০০ থেকে ৩০০ টাকা খরচে আপনি যেতে পারেন তারাপীঠ। সেখানে মায়ের দর্শন করে আসতে পারেন৷ আর থাকা খাওয়াও সম্পূর্ণ ফ্রি। সংগৃহীত ছবি। 
advertisement
3/11
*তারাপীঠ বীরভূম জেলায় রামপুরহাটের কাছে। রামপুরহাট স্টেশন তো আছেই, আবার তারাপীঠ রোড রেল স্টেশনও রয়েছে। আপনি ট্রেনে গেলে এই দুই স্টেশনেই নামতে পারবেন। হাওড়া বা দক্ষিণবঙ্গের যে কোনও জেলা থেকে গেলে এই দুই স্টেশনে নামতে পারবেন। সংগৃহীত ছবি। 
advertisement
4/11
*যে ট্রেনে আপনি যাবেন, সেই ট্রেনে আপনাকে তারাপীঠ রোডে বা রামপুরহাট স্টেশনে নামতে হবে, যেতে পারেন বাসেও। কলকাতা থেকে গেলে আপনি ধর্মতলা থেকে বাস পাবেন। এ ছাড়াও দক্ষিণবঙ্গের যে কোনও জেলা থেকে আপনি বাস পেয়ে যাবেন৷ সংগৃহীত ছবি। 
advertisement
5/11
*যদি আপনি হাওড়া বা শিয়ালদহ থেকে রামপুরহাট বা তারাপীঠ যান তাহলে ভাড়া পড়বে মাথাপিছু ৭০ থেকে ৮০ টাকা৷ অর্থাৎ যাওয়া আসার খরচ মাত্র ১৪০ টাকা৷ সংগৃহীত ছবি। 
advertisement
6/11
*মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগণা জেলা থেকে গেলে আপনাকে আরও কম ভাড়া দিতে হবে, যদি বাসে যান তাহলে ধর্মতলা থেকে বাস ধরতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া দিতে হবে মাথাপিছু ১০০ থেকে ২০০ টাকা। তবে বাসে পৌঁছতে ট্রেনের থেকে সময় বেশি লাগবে, বাস অনিয়মিতও। তাই ট্রেনে যাওয়া সাশ্রয়ী হবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/11
*রামপুরহাট থেকে এবারে পৌঁছতে হবে তারাপীঠ মন্দিরে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার৷ অটো, ট্রেকার, বিক্রম গাড়িতে সটানে পৌঁছে যেতে পারবেন মন্দিরে৷ তবে রামপুরহাট থেকে যাওয়ার সময় আপনি স্টেশনে নেমে মাত্র ৭ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন রামপুরহাট বাসস্ট্যান্ড। সেখান থেকে বাসে আপনার তারাপীঠের ভাড়া নেবে ১০-১৫ টাকা। সংগৃহীত ছবি। 
advertisement
8/11
*তারাপীঠ এলেই আপনার হোটেল ভাড়া পড়বে ৫০০ থেকে ৫০০০ টাকা।তবে বাজেট অল্প থাকলে বিনা পয়সায় থাকার ব্যবস্থাও রয়েছে, খুবই সামান্য মূল্যে। সংগৃহীত ছবি। 
advertisement
9/11
*তারাপীঠে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ৷ সেখানে মাত্র ৫০ টাকা দিলেই আপনি রাত্রিবাস করতে পারেন। আবার রামপুরহাট-তারাপীঠ উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে পর্যটকদের৷ নামমাত্র খরচে সেখানেও থাকতে পারেন৷ সুতরাং আপনাকে অনেক খরচ করতে হবে না। সংগৃহীত ছবি। 
advertisement
10/11
*তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ বীরচন্দ্রপুরকে নতুনভাবে সাজিয়েছে। বীরচন্দ্রপুরে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান।সেখানে রয়েছে ঐতিহ্যবাদী নিতাই বাড়ি, বাঁকারায় মন্দির, জগন্নাথ মন্দির, গৌড়ীয় ইসকনের মন্দির, পঞ্চপাণ্ডব, মদনমোহন, শিব সহ বিভিন্ন মন্দির, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ। সেখানেও অতিথিশালা রয়েছে। স্বল্প খরচে সেই অতিথিশালাতে থাকতে পারবেন। সংগৃহীত ছবি। 
advertisement
11/11
*এ ছাড়াও তারাপীঠের চারপাশে রয়েছে একাধিক গ্রাম, তার মধ্যে অন্যতম হল আটলা। এই গ্রামের দূরত্ব তারাপীঠ থেকে মাত্র ৫ কিলোমিটার। তাহলে আর দেরি কেন৷ স্বল্প টাকায় ঘুরে আসুন তারাপীঠ। তবে যদি আপনি অফ সিজনে যান তাহলে খুব সস্তাতেই হোটেল পেয়ে যাবেন তারাপীঠে। যদি সপ্তাহের শনি এবং রবিবার আসেন তাহলে খরচ একটু বেশি পড়তে পারে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tarapith: ৩০০ টাকায় ঘুরে আসুন তারাপীঠ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন? রইল খুঁটিনাটি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল