TRENDING:

Wrinkles Fingers: বেশিক্ষণ জল ঘাঁটলে কুঁচকে যাচ্ছে তো হাত বা পায়ের পাতার চামড়া? না কুঁচকালেই বড় বিপদ!

Last Updated:
Wrinkles Fingers: অনেকক্ষণ জলে থাকার পরেও যদি হাত বা পায়ের পাতার চামড়া না কুঁচকায় তাহলেই কিন্তু সাবধান! জানুন গবেষকদের মত!
advertisement
1/8
বেশিক্ষণ জল ঘাঁটলে কুঁচকে যাচ্ছে তো হাত বা পায়ের পাতার চামড়া? না কুঁচকালেই বিপদ!
দীর্ঘক্ষণ জল ঘাঁটলে দেখবেন হাতে পাতার চামড়া কুচকে যায়। বাসন মাজা বা জল ঘাঁটাঘাঁটি করলেই দেখা যায় হাতের চামড়া অনেক সময় কুচকে যায়! এমনকি সুইমিংপুলে বেশিক্ষণ স্নান করার পরেও দেখবেন হাতের পাতার ও পায়ের তলার চামড়া কুচকে যায়! তবে জানেন কেন হয় এমন? photo source collected
advertisement
2/8
আমাদের ত্বকের উপিভাগে সিবাম নামক একটি তৈলাক্ত পদার্থ থাকে! যার কাজ চামড়াকে সুস্থ রাখা! ত্বককে শুস্কতার হাত থেকে বাঁচানো! photo source collected
advertisement
3/8
বেশিক্ষণ জল ঘাঁটলে হাতের পাতা এবং পায়ের পাতার সেই সিবাম ধুয়ে যায়! যার ফলে এই কুচকে যায় চামড়া! তবে কী এটা খুব খারাপ? কী বলেন একে চিকিৎসকরা? photo source collected
advertisement
4/8
তাঁদের মতে, আঙুলের চামড়া কুঁচকে যাওয়া একটি স্নায়বিক প্রতিক্রিয়ারই অংশ। সম্প্রতি ২০২৩ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজিস্টরা এই আঙুলের ডগা কুচকে যাওয়ার সঙ্গে আঙুলে সঠিক রক্তপ্রভাহের একটি তথ্য খুঁজে পান। photo source collected
advertisement
5/8
জলে অনেকক্ষণ হাতের বা পায়ের তলা ভেজানো থাকলে দেখা গিয়েছে সেই জায়গার চামড়া কুচকে গিয়েছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে এই সময় আঙুলের বা পায়ের পাতার রক্তপ্রভাহের সঞ্চালন কমে যায়! ফলে এটা হয়। photo source collected
advertisement
6/8
আবার বেশিক্ষণ জলে থাকার ফলে ঘ্রামগ্রন্থি গুলির মুখ খুলে যায়! শরীরের লবনের মাত্রার তারতম্য ঘটে। রক্তনালী সঙ্কুচিত হয়! এই সংকোচনের ফলে আঙুলের ডগায় ভলিউম কমে যায়, যা ফলত ত্বকের উপরিভাগে টান দেয় এবং বলিরেখা দেখা দেয়। photo source collected
advertisement
7/8
তবে গবেষকদের মতে এটা কোনও চিন্তার বিষয় নয়! বরং যদি চামড়া বেশিক্ষণ জলে থাকলে না কুচকায় তবে সেটাই চিন্তার! হাত বা পায়ের স্নায়ু সচল না থাকলে চামড়া কুচকায় না। বরং স্নায়ুজনিত কোনও সমস্যা থাকলেই এই স্বাভাবিক প্রতিক্রিয়া হয় না! photo source collected
advertisement
8/8
স্নায়ু যদি কোনওভাবে ক্ষতিগ্রস্থ থাকে, তাহলে জলে থাকলেও কিন্তু হাত বা পায়ের পাতার চামড়া কুচকায় না! সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Wrinkles Fingers: বেশিক্ষণ জল ঘাঁটলে কুঁচকে যাচ্ছে তো হাত বা পায়ের পাতার চামড়া? না কুঁচকালেই বড় বিপদ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল