Benefits Of Breast Milk:সদ্যোজাতকে কেন ব্রেস্টফিডিং করাতেই হবে, জানুন মা ও সন্তানের জন্য এর অঢেল উপকারিতা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits Of Breast Milk: সদ্যোজাতর সার্বিক বিকাশের জন্য স্তনদুগ্ধ অপরিহার্য। নতুন মায়েদের জন্যও ব্রেস্ট ফিডিংয়ের অভ্যাস উপকারী
advertisement
1/10

প্রতি বছর ১ অগাস্ট থেকে ৭ অগাস্ট পর্যন্ত পালিত হয় বিশ্ব স্তনদুগ্ধপান সপ্তাহ। ১৯৯২ সালে এই উদ্যোগ শুরু হয় ব্রেস্টফিডিং ঘিরে সচেতনতা প্রসারের উদ্যোগে।
advertisement
2/10
সদ্যোজাতর সার্বিক বিকাশের জন্য স্তনদুগ্ধ অপরিহার্য। নতুন মায়েদের জন্যও ব্রেস্ট ফিডিংয়ের অভ্যাস উপকারী। মা ও শিশুর কীভাবে উপকার হয় ব্রেস্ট ফিডিংয়ে, বলেছেন ডাক্তার মঞ্জরী মেহতা।
advertisement
3/10
সন্তানের জন্মের পরই যে ‘নিউবর্ন মিল্ক’ ক্ষরিত হয়, তার পোশাকি নাম ‘কোলোস্ট্রম’৷ সদ্যোজাত শিশুর জন্য এই পানীয় অত্যন্ত উপকারী৷ শিশুর পুষ্টিসাধনের সূত্রপাত হয় এই কোলোস্ট্রমের মাধ্যমেই৷
advertisement
4/10
মা এবং সন্তানের মধ্যে নার্সিং বন্ড তৈরি হয়৷ মায়ের ইউটেরাসকে আবার তার পূর্ববর্তী আকারে ফিরে যেতে সাহায্য করে ব্রেস্টফিডিংয়ের অভ্যাস৷ জটিল অসুখে শিশুর হাসপাতালে যাওয়ার আশঙ্কাও কমে৷
advertisement
5/10
‘সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম’ বা এসআইডিএস-এর ঝুঁকি কম করে৷ পরবর্তীতে হাঁপানি রোগের আশঙ্কাও কম থাকে৷ অন্যদিকে, মায়ের ক্ষেত্রে পোস্টপার্টাম ডিপ্রেশন বা সন্তানের জন্ম পরবর্তী যে ডিপ্রেশন, সেটি কম করে৷
advertisement
6/10
শিশুর পরিপাকতন্ত্র ধীরে ধীরে কঠিন খাবারের জন্য তৈরি হয়৷ এই পর্যায়ে ব্রেস্টফিডিং-এর অভ্যাস বজায় থাকলে ক্যানসারের মতো জটিল অসুখের আশঙ্কা কম হয়৷
advertisement
7/10
যদি শিশু কঠিন খাবার বেশি না খায় বা খেতে না পারে, তাহলে অধরা পুষ্টিসাধন সম্পন্ন করে ব্রেস্টফিডিং৷
advertisement
8/10
সন্তানের জন্মের এক বছর পর পর্যন্ত যদি স্তন্যপান করনোর অভ্যাস বজায় রাখা যায়, তাহলে শিশুর জীবনভর হৃদরোগ, ক্যানসার, উচ্চরক্তচাপ-সহ অন্যান্য ক্রনিক অসুখের আশঙ্কা কম থাকে৷
advertisement
9/10
সন্তানের জন্মের দেড় বছর পরেও যদি তাকে স্তন্যপান করানোর অভ্যাস বজায় রাখা যায়, তাহলে তার রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয়৷
advertisement
10/10
সদ্যোজাতকে ব্রেস্ট ফিডিং করানো প্রয়োজনীয় নতুন মায়ের জন্যেও। এই অভ্যাস বজায় থাকলে শারীরিক ও মানসিক অবস্থা ভাল থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits Of Breast Milk:সদ্যোজাতকে কেন ব্রেস্টফিডিং করাতেই হবে, জানুন মা ও সন্তানের জন্য এর অঢেল উপকারিতা