TRENDING:

Work from Home Travel: ওয়ার্ক ফ্রম হোম করুন প্রকৃতির মাঝে বসে, জানুন এই অসাধারণ পর্যটনকেন্দ্রগুলি সম্পর্কে...

Last Updated:
ভারতের বিভিন্ন জায়গায় এখন ওয়ার্ক ফ্রম হোমের সঙ্গেই পর্যটনের মিশেল করে থাকার বন্দোবস্ত করা হয়েছে (Work from Home Travel)।
advertisement
1/6
ওয়ার্ক ফ্রম হোম করুন প্রকৃতির মাঝে বসে, জানুন এই পর্যটনকেন্দ্রগুলি সম্পর্কে...
করোনার কালবেলায় বেশিরভাগ অফিসই ওয়ার্ক ফ্রম হোমের কাজে ভরসা রেখেছে। কিন্তু তা বলে কি এভাবেই ঘরবন্দি হয়ে বসে থাকবেন (Work from Home Travel)? ভারতের বিভিন্ন জায়গায় এখন ওয়ার্ক ফ্রম হোমের সঙ্গেই পর্যটনের মিশেল করে থাকার বন্দোবস্ত করা হয়েছে (Work from Home Travel)। যাতে কাজ কখনও বোরিং না হয় এবং একই সঙ্গে বেড়ানোর আনন্দ উপভোগ করা যায় (Work from Home Travel)। রইল পাঁচ অসাধারণ সুন্দর পর্যটনকেন্দ্রের হদিশ... (Work from Home Travel)
advertisement
2/6
হিমাচলপ্রদেশের জিভি: পাহাড়ের ডাক আসে, আর সেই ডাক আসলে অবশ্যই যাওয়া উচিত। হিমাচলপ্রদেশের জিভি সেক্ষেত্রে উপযুক্ত ডেস্টিনেশন। হিমালয়ের কোলে প্রকৃতির মাঝে কোনও একটি ছোট্ট রিসর্ট বা হোম স্টেতে গিয়ে ওয়ার্ক ফ্রম হোমে কাজ করুন। খুব একটা খরচও নয়।
advertisement
3/6
শিলং, মেঘালয়: মেঘের আলয় মেঘালয়। উত্তর-পূর্বের এই রাজ্যের শিলং শহরটি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এতই সুন্দর এই রাজ্য যে একে পূর্বের স্কটল্যান্ড বলা হয়। ওয়ার্ক ফ্রম হোম করার জন্য শিলং হতে পারে আদর্শ জায়গা।
advertisement
4/6
কেরালার ভারকালা: সমুদ্রের ধারে কোনও বিচের উপর রিসর্টে থেকে ওয়ার্ক ফ্রম হোম করুন। আরব সাগরের মুক্তো নামে পরিচিত কেরালার ভারকালা তেমনই একটি জায়গা। ইন্টারনেটের পরিষেবা পেতেও কোনও অসুবিধে হবে না। ছুটির দিনে বিচেই স্নান করুন, জেট স্কি করুন। ঘুরে আসুন পাশেই পাহাড়, লেক, দুর্গ ও লাইটহাউজে।
advertisement
5/6
মুসৌরি, উত্তরাখণ্ড: ২০১৫ সালে এই পাহাড়ি শহরকে ওয়াইফাই টাউন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দেশের অন্যতম পন্দের নিরিবিলি কাজের জায়গা এই মুসৌরি। ঠান্ডা ও শান্তি একসঙ্গে পেতে আপনার ওয়ার্ক ফ্রম হোমের পরের ডেস্টিনেশন হতেই পারে উত্তরাখণ্ডের এই অসাধারণ সুন্দর জায়গাটি।
advertisement
6/6
মাসিংগুড়ি, তামিলনাড়ু: জঙ্গল যাঁরা ভালোবাসেন, তাঁদের জন্য সেরা জায়গা হতে পারে মাসিংগুড়ি। এখানে প্রচুর হোমস্টে রয়েছে। মুদুমালাই অভয়ারণ্যের কাছেই অবস্থিত সেগুলি। ফলে সেখানে গিয়েও কাটাতে পারেন ওয়ার্ক ফ্রম হোমের একটা বড় অংশ। খরচও বাজেটসাপেক্ষ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Work from Home Travel: ওয়ার্ক ফ্রম হোম করুন প্রকৃতির মাঝে বসে, জানুন এই অসাধারণ পর্যটনকেন্দ্রগুলি সম্পর্কে...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল