TRENDING:

Skin Care: ফিরবে হারানো আর্দ্রতা! শীতে রোজ ৫ মিনিট, গড়িয়ে পড়বে জেল্লা, ত্বকের বয়স কমবে হুড়মুড়িয়ে

Last Updated:
Winter Skin Hydrating Tips: ত্বক শুষ্ক হয়ে পড়ছে। তবে শীতের এই শুষ্কতা কাটিয়ে ওঠার কয়েকটি উপায় আছে। যে কোনও বয়সেই এ ভাবে ত্বকের যত্ন নেওয়া যায়।
advertisement
1/5
ফিরবে হারানো আর্দ্রতা! শীতে রোজ ৫ মিনিট, গড়িয়ে পড়বে জেল্লা, ত্বকের বয়স কমবে হুড়মুড়িয়ে
*শুরু করুন ডবল ক্লিনজ়িং দিয়ে। বিষয়টি কী? প্রতিদিন বেরোনোর সময় অল্পবিস্তর মেকআপ করেন। বাড়ি ফিরে প্রথমেই নারকেল তেল বা মেকআপ রিমুভার দিয়ে সেটি তুলে ফেলুন। তারপর ব্যবহার করুন ফেসওয়াশ।
advertisement
2/5
*মেকআপ আর্টিস্ট শুভ রায় বলেন, ক্লিনজ়িংয়ের পাশাপাশি এক্সফোলিয়েশন জরুরি। ক্লিনজিং-এ ত্বকের ধুলো-ময়লা পরিষ্কার হলেও ত্বকের রন্ধ্রে জমে থাকা তেল, মরা কোষ যায় না। সে জন্য দরকার এক্সফোলিয়েশন। প্রতিদিন নয়, তবে সপ্তাহে অন্তত দু-দিন।
advertisement
3/5
*ভাল ভাবে ক্রিম ব্যবহারের পর ফেসিয়াল স্টিম ব্যবহার করলে, ত্বক গভীর ভাবে পরিষ্কার হয়। ক্লিনজ়িং-এর পর ক্রিম মেখে স্টিম নিতে হবে। একটি পাত্রে গরম জল নিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। জলের বাষ্প মুখে এসে লাগবে। তবে মুখ সেই গরম পাত্রের খুব কাছে যেন না থাকে। চোখ বন্ধ রাখতে হবে। ২ থেকে ৫ মিনিটই এ জন্য যথেষ্ট।
advertisement
4/5
*রাতে শোয়ার আগে ত্বকের যত্ন নিতেই হবে। ক্লিনজ়িং, টোনিং এবং ময়েশ্চারাইজ়িং। চোখের চারপাশের স্পর্শকাতর ত্বকে বলিরেখা আটকাতে ‘আন্ডার আই ক্রিম’-ও ব্যবহার করা দরকার।
advertisement
5/5
*শীতের মরসুমে ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারায়। শুষ্ক ত্বক শুধু দেখতেই নিষ্প্রাণ লাগে না, বলিরেখাও দ্রুত পড়ে। তাই এই সময় ত্বকের প্রয়োজন বাড়তি আর্দ্রতা। সারাদিনে পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি কোকো বাটার, গ্লিসারিন যুক্ত ক্রিম ব্যবহার জরুরি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care: ফিরবে হারানো আর্দ্রতা! শীতে রোজ ৫ মিনিট, গড়িয়ে পড়বে জেল্লা, ত্বকের বয়স কমবে হুড়মুড়িয়ে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল