Winter Skin Care: শীতে কুচকে যাওয়া ত্বকে কোল্ড ক্রিম ডাহা ফেল, সকালে খালি পেটে এই ৩ জুস আসল 'বিউটি সিক্রেট', তুলতুলে দাগহীন সফট স্কিন পান
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Glowing Skin: শুধু এই তিন পানীয় রোজ সেবন! শীতেও ত্বকে বাড়বে ঔজ্বল্য৷ শীতে স্বকের সমস্যা বেড়ে ওঠে অনেকটাই। শীতের এই মরসুমে ত্বকের জ্বেল্লা ঠিক রাখতে কয়েকটি পানীয়কে পান করা ত্বকের জন্য অনেকটাই ভাল।
advertisement
1/6

শীতে স্বকের সমস্যা বেড়ে ওঠে অনেকটাই। এই সময়ে ঝলমলে ত্বক পেতে অনেকেই নামী-দামি কিছু প্রসাধনীর ব্যবহার করতে শুরু করে থাকেন।
advertisement
2/6
তবে এই সমস্ত প্রসাধনীর ব্যবহারে সাময়িক লাভ পাওয়া গেলেও, দীর্ঘস্থায়ী কিছু লাভ হয় না। কিছু ক্ষেত্রে হিতে বীপরিতও হওয়ার আশঙ্কা থেকে যায় অনেকটাই।
advertisement
3/6
রূপচর্চায় অভিজ্ঞ সুরভী দাস জানান, এই শীতের মরসুমে ত্বকের জ্বেল্লা ঠিক রাখতে কয়েকটি পানীয়কে পান করা ভাল। এতে ত্বক অনেকটাই ভাল থাকে।
advertisement
4/6
শসাতে জলের পরিমাণ থাকে অনেকখানি। ফলে শরীরের প্রতিটি কোষ সচল রাখতে শসার উপকারিতা অনেক। ব্রণ, র্যাশ, ত্বকের রক্ষতা দূর করতে পারে শসার পানীয়।
advertisement
5/6
ভিটামিন A, B, C, পটাশিয়ামের মতো স্বাস্থ্যকর উপাদান রয়েছে আপেলে। শীতে ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে আপেল কার্যকরী। এই পানীয় ত্বকে আনে বাড়তি জেল্লা।
advertisement
6/6
শীতে বাজারে ছেঁয়ে থাকে বিট, গাজর। এই দুই সব্জিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শরীরের নানা সমস্যা দূর করা ছাড়াও, ত্বকের জেল্লা ধরে রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Skin Care: শীতে কুচকে যাওয়া ত্বকে কোল্ড ক্রিম ডাহা ফেল, সকালে খালি পেটে এই ৩ জুস আসল 'বিউটি সিক্রেট', তুলতুলে দাগহীন সফট স্কিন পান