Winter Picnic Spot: শীতে পিকনিক স্পট খুঁজছেন? কলকাতার কাছেই রয়েছে এই জায়গা! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Winter Picnic spot: কলকাতার খুব কাছে! সাজানো পার্কে দারুণ কাটবে পিকনিক! জানুন খুঁটিনাটি সব বিষয়!
advertisement
1/6

বসিরহাটে শান্ত মনোরম পরিবেশে পিকনিক করতে ঘুরে আসুন বসিরহাটের মিন্টু পার্ক। বাদুড়িয়ায় ইছামতীর তীরে এক চিলতে শান্ত নিরিবিলি এলাকায় গড়ে উঠেছে মিন্টু পার্ক।
advertisement
2/6
এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান।
advertisement
3/6
এই উদ্যানের একপাশে বড় একটি জলাশয় আছে। চাইলে আপনি জলাশয়ে বোটিং -এর স্বাদও নিতে পারেন।
advertisement
4/6
একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। জলাশয়ের মাঝে ঝরনার অবায়ব। পার্কের ভিতরেই শিশুদের জন্য গড়ে উঠেছে খেলনা ও দোলনার উপকরণ।
advertisement
5/6
শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে প্রায় দেড় ঘণ্টার সময়ের ব্যবধানে পৌঁছে যাবেন চাঁপাপুকুর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই মিন্টু পার্কে।
advertisement
6/6
উদ্যানের ভিতর অসংখ্য পাখির শব্দে মনকে আরও স্ফূর্ত করে তুলবে। চাইলে পরিবারসহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Picnic Spot: শীতে পিকনিক স্পট খুঁজছেন? কলকাতার কাছেই রয়েছে এই জায়গা! জানুন