Winter Health Tips: শীতে দীর্ঘক্ষণ আগুনের সামনে বসার অভ্যেস, অজান্তেই হতে পারে এই মারাত্মক ক্ষতি
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Winter Health Tips: শীতের কামড় জব্দ করতে আগুন পোহানোর অভ্যাস? সাবধান না হলে হতে পারে বড় বিপদ
advertisement
1/5

শীতকালে সূর্যাস্তের পরে অনেকেই নিয়মিত আগুন পোহাতে ভালোবাসে না। যাতে করে ঠান্ডার কামড় থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে সাবধান না হলে হতে পারে নানা ধরনের সমস্যা। জানিয়েছেন চিকিৎসক পার্থ মন্ডল।
advertisement
2/5
তিনি বলেছেন, আগুন পোহানোর সময় সেখান থেকে বিষাক্ত ধোঁয়া বের হয় ফলে একদম আগুনের সামনে বসে থাকলে সেই ধোঁয়া আপনার চোখের ক্ষতি করতে পারে। ক্রমাগত ধোঁয়া চোখে এলে চোখ শুষ্ক হয়ে যেতে পারে সেক্ষেত্রে নানা সমস্যা আসবে।
advertisement
3/5
এই চিকিৎসক বলেছেন, লাগাতার দীর্ঘ সময় ধরে আগুন পোহালে বা ফায়ার প্লেসের সামনে বসে থাকলে, প্রভাবিত হতে পারে ত্বক। দীর্ঘক্ষণ আগুনের সামনে বসে থাকলে ত্বকের আদ্রতা কমে যায়। ত্বক শুষ্ক হয়ে ওঠে। ত্বক ফাটতে শুরু করে।
advertisement
4/5
চিকিৎসক পার্থ মণ্ডল সাবধান করে বলেছেন, কোনওভাবেই বদ্ধ ঘরে আগুন পোহানো যাবে না। এমনটা করলে ঘরে দ্রুত অক্সিজেনের মাত্রা কমবে। বাড়বে কার্বন মনোক্সাইডের মাত্রা। এই মনোক্সাইড ফুসফুসের মাধ্যমে রক্তে মিশে বড় বিপদ ঘটাতে পারে।
advertisement
5/5
তিনি জানিয়েছেন, আগুন পোহানোর সময় বা ফায়ার প্লেসের সামনে কোনওভাবেই শিশুদের নিয়ে যাওয়া যাবে না। কারণ তাদের ত্বক কোমল হয়। তাপের কারণে শিশুদের ত্বক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি তাদের শ্বাসকষ্ট দেখা যেতে পারে। তাই এক্ষেত্রে অবশ্যই শিশুদের সাবধান থাকতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Health Tips: শীতে দীর্ঘক্ষণ আগুনের সামনে বসার অভ্যেস, অজান্তেই হতে পারে এই মারাত্মক ক্ষতি