কচ্ছপের আংটি এখন দেখা যায় অনেকের আঙুলে! কেন এটি পরা শুভ? লাভ অনেক, জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Turtle Ring: কচ্ছপের আংটি অনেকের হাতেই হয়তো দেখেছেন। তবে এর কার্যকারিতা জানেন না!
advertisement
1/7

রাস্তা-ঘাটে, বাসে-ট্রেনে আপনি আজকাল হয়তো অনেকের আঙুলে দেখেন কচ্ছপের আংটি! কিন্তু এই আংটির এমন জনপ্রিয়তার কারণ জানেন না, তাই তো?
advertisement
2/7
অনেক মানুষ এই আংটির কার্যকারিতা না জেনেই পরেন। তাঁদের কাছে এই আংটি স্টাইল স্টেটমেন্ট।
advertisement
3/7
অনেকেই অবশ্য এই আংটি পরার শুভ দিকগুলি জানেন। তাঁরা এই আংটি ধারণের পর লাভবান হয়েছেন। তবে আগেই বলে নেওয়া ভাল, News18 Bangla কোনওরকম কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। বিশ্বাস, অবিশ্বাসের সবটাই পাঠকের নিজের উপর।
advertisement
4/7
জ্যোতিষশাস্ত্র মতে, কচ্ছপের আংটি পরা শুভ। বলা হয়, কিছু বিশেষ রাশির জাতক-জাতিকা এই আংটি পরলে অর্থকষ্ট থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
5/7
অনেকে বলেন, এই আংটি ধৈর্য ও শান্তির প্রতীক। এই আংটি মানসিক শান্তি প্রদান করে বলেও অনেতকের বিশ্বাস।
advertisement
6/7
অনেকে মনে করেন, এই আংটি উন্নতির প্রতীক। কেউ কেউ আবার দাবি করেন, এই আংটি রোগভোগ থেকেও মুক্তি দিতে পারে।
advertisement
7/7
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য এই আংটি শুভ বলে মনে করা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কচ্ছপের আংটি এখন দেখা যায় অনেকের আঙুলে! কেন এটি পরা শুভ? লাভ অনেক, জেনে নিন