TRENDING:

Eating with Hands: চামচ নয়, হাত দিয়ে খাবার মেখে খাওয়াই শরীরের জন্য উপকারী, জানুন কারণ

Last Updated:
Eating with Hands: এই প্রাচীন রীতি অনুসারে খেলেই উপকার শরীরের৷ কিন্তু কেন এটা বলা হচ্ছে? তার কারণ নানাভাবে বিশ্লেষণ করেছেন পুষ্টিবিদ এবং নামী রন্ধনশিল্পীরা৷
advertisement
1/9
চামচ নয়, হাত দিয়ে খাবার মেখে খাওয়াই শরীরের জন্য উপকারী, জানুন কারণ
সুদৃশ্য কাঁটাচামচ বা বাহারি চামচ নয়৷ খাবার খান হাত দিয়ে৷ এতেই তৃপ্তি ও স্বাস্থ্য সচেতনতা৷ বলছে আয়ুর্বেদ শাস্ত্র৷ এই প্রাচীন রীতি অনুসারে খেলেই উপকার শরীরের৷ কিন্তু কেন এটা বলা হচ্ছে? তার কারণ নানাভাবে বিশ্লেষণ করেছেন পুষ্টিবিদ এবং নামী রন্ধনশিল্পীরা৷
advertisement
2/9
নামী রন্ধনশিল্পী কুণাল কপূর মনে করেন ভারতীয় খাবারের রসাস্বাদনের সেরা উপায় হাত দিয়ে খাওয়া৷ এতেই সবরকম ইন্দ্রিয় তৃপ্ত হয়৷ খাবারের স্বাদ ও গুণ গ্রহণ করা যায়৷ তবে তাঁর মতে হাতের আঙুলের অগ্রভাগ প্রবেশ করবে মুখের মধ্যে৷ সম্পূর্ণ হাতের অংশ নয়৷
advertisement
3/9
নামী রন্ধনশিল্পী কুণাল কপূর মনে করেন ভারতীয় খাবারের রসাস্বাদনের সেরা উপায় হাত দিয়ে খাওয়া৷ এতেই সবরকম ইন্দ্রিয় তৃপ্ত হয়৷ খাবারের স্বাদ ও গুণ গ্রহণ করা যায়৷ তবে তাঁর মতে হাতের আঙুলের অগ্রভাগ প্রবেশ করবে মুখের মধ্যে৷ সম্পূর্ণ হাতের অংশ নয়৷
advertisement
4/9
আয়ুর্বেদ শাস্ত্রেও হাত দিয়ে খাবার খাওয়ার গুরুত্ব গভীর৷ এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠকে স্থান, তর্জনীকে বায়ু, মধ্যমাকে অগ্নি, অনামিকাকে জলের প্রতীক এবং কনিষ্ঠাকে পৃথিবীর প্রতীক বলে মনে করা হয়৷
advertisement
5/9
যখন আমরা হাত দিয়ে খাবার স্পর্শ করি, তখন মস্তিষ্ক সজাগ হয় যে আমরা খাবার গ্রহণ করতে চলেছি৷ এর পর মস্তিষ্ক আমাদের শরীরের পরিপাক যন্ত্রকে সক্রিয় করে৷ ফলে পরিপাক ক্রিয়া নির্বিঘ্নে হয়৷
advertisement
6/9
পুষ্টিবিদ পায়েল কোঠারিও মনে করেন হাত দিয়ে খেলে খাবার সহজে হজম হয়৷ তাছাড়া হাত দিয়ে খাবার খেলে শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয়৷ ধারণা তাঁর৷ জানিয়েছেন সংবাদমাধ্যমে৷ হাত দিয়ে খেলে উৎসেচক ক্ষরণ হয়৷ ফলে হজমের সহায়ক পরিস্থিতি তৈরি হয়৷ গ্যাস, অম্বল, বদহজম সংক্রান্ত সমস্যা কমে যায়৷
advertisement
7/9
খাবারের স্বাদ ও গন্ধ ভালভাবে উপভোগ করা যায় হাত দিয়ে মেখে খেলে৷ কমে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও৷
advertisement
8/9
হাত দিয়ে খেলে খাবারের প্রক্রিয়া ধীর গতির হয়৷ ফলে আহারের গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়৷ রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রিত থাকে৷ মধুমেহ রোগীদের ক্ষেত্রে তা খুবই উপকারী৷
advertisement
9/9
হাত দিয়ে খাবার খেলে কিছু উপকারী ব্যাকটেরিয়ার প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eating with Hands: চামচ নয়, হাত দিয়ে খাবার মেখে খাওয়াই শরীরের জন্য উপকারী, জানুন কারণ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল