TRENDING:

Why Mosquitoes Drink Blood: মশা কেন রক্ত খায় ? আসল কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
advertisement
1/5
মশা কেন রক্ত খায় ? আসল কারণ জানলে চমকে যাবেন
এই ম্যালেরিয়া, এই ডেঙ্গি, মশার জ্বালায় জীবন নাজেহাল! হাজার চেষ্টা করেও মশার হাত থেকে নিস্তার মেলে না! মশাবাহিত রোগের নেই কোনও ভ্যাক্সিন। কাজেই মুক্তি নেই মশার হাত থেকে! সুযোগ পেলেই মশা হুল ফোটাচ্ছে শরীরে! চোঁচোঁ করে পান করছে রক্ত! কিন্তু কখনও ভেবে দেখেছেন, মশা কেন রক্ত খায়?
advertisement
2/5
স্ত্রী মশা রক্ত পান করে। পুরুষ মশা রক্ত পান করে না। সারা দুনিয়ায় কয়েক হাজার প্রজাতির মশা পাওয়া যায়। তারই মধ্যে একটি আফ্রিকার এডিস এজেপ্টি যা জিকা ভাইরাসের বাহক। ডেঙ্গু, ইয়েলো ফিভারও ছড়ায় এই মশা।
advertisement
3/5
কিন্তু কেন মশা রক্ত পান করে? অবশেষে, নিউ জার্সির প্রিস্টন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এই প্রশ্নের উত্তর দিল। গবেষণা চালান হল এডিস এজেপ্টি মশার উপর। গবেষণায় দেখা গেল, সবরকম প্রজাতির মশা রক্ত পান করে না। বহু প্রজাতির মশার খাদ্যাভাস আলাদা।
advertisement
4/5
প্রিস্টন ইউনিভার্সিটির গবেষক নোয়া রোজ জানিয়েছেন, সাধারণত যে-সব জায়গায় গরম বেশি সেখানকার মশা রক্ত পান করে। কারণ প্রজননের সময় মশার আদ্রতার প্রয়োজন পড়ে। জলের অভাব হলে মশার প্রজননে সমস্যা হয়। জলের অভাবই মশার রক্ত পান করার অভ্যেস তৈরি হয়েছে।
advertisement
5/5
বহু হাজার বছর আগে থেকেই মশা রক্ত পান করে। গবেষণায় দেখা গিয়েছে, শরীরে জলের অভাব পূরণ করতেই মশা মানুষ বা অন্য প্রাণীদের রক্ত পান করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Why Mosquitoes Drink Blood: মশা কেন রক্ত খায় ? আসল কারণ জানলে চমকে যাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল