কেন ফুলশয্যার রাতে স্বামীকে কেশর-দুধ খাওয়ান নববধূ? জানুন কারণ
Last Updated:
ফুলশয্যার ঘরে প্রবেশের আগে নবদম্পতিকে দেওয়া হয় কেশর, আমন্ড দেওয়া দুধ ৷ আসলে এই দুধ দেওয়ার পিছনে রয়েছে যথাযোগ্য বৈজ্ঞানিক কারণ ৷
advertisement
1/4

• এই রাতের মাহাত্ম্যই আলাদা ৷ স্বামী-স্ত্রীর প্রথম কাছে আসা ৷ নিজেদের চিনে নেওয়া ৷ ভালবাসা আর প্রেমের জোয়ারে ভেসে যাওয়া নির্জন কোনও দ্বীপে ৷ বিয়ের হাজারো ঝক্কি সামলে, সমস্ত রীতি-রেওয়াজের বোঝা কাঁধ থেকে নামিয়ে এই রাত শুধুই দু’জনের ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/4
• তবে নবদম্পতি ফুলশয্যার ঘরে যাওয়ার আগে হিন্দু বিয়েতে একটি আচার পালন করা হয় ৷ অনেকেই হয়তো ভাবেন এই সমস্ত আচার সবটাই কুসংস্কার বা চিরাচরিত রীতি ৷ কিন্তু না ৷ বেশিরভাগ নিয়মের পিছনেই রয়েছে সঙ্গত বৈজ্ঞানিক যুক্তি ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
3/4
• ফুলশয্যার ঘরে প্রবেশের আগে নবদম্পতিকে দেওয়া হয় কেশর, আমন্ড দেওয়া দুধ ৷ আসলে এই দুধ দেওয়ার পিছনে রয়েছে যথাযোগ্য বৈজ্ঞানিক কারণ ৷ কেশর ও আমন্ড মেশানো এই দুধ প্রোটিনে ভরপুর থাকে ৷ যা দেহের সেক্স হরমোনগুলিকে উদ্দীপিত করে ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/4
• সেক্স হরমোন বলতে বোঝায় টেস্টস্টেরন, ইস্ট্রোজেনের ক্ষরণ ৷ এই হরমোন দু’টি সঠিক মাত্রায় ক্ষরিত হলে নবদম্পতির যৌনজীবন সুখের হবে ৷ সে কারণেই এই দুধ দেওয়া হয় ফুলশয্যার রাতে ৷ প্রতীকী চিত্র ৷