TRENDING:

Why Girls Love Chocolate More: কখনও ভেবে দেখেছেন মেয়েরা কেন এত চকোলেট পছন্দ করে? কী সিক্রেট লুকিয়ে এতে? ভ্যালেন্টাইনস ডে-র আগে জেনে নিন গোপন তথ্য!

Last Updated:
গার্লফ্রেন্ডের মন জুগিয়ে তুলতে চান, চকোলেট দিন৷ এককথায় কাজ হবে!
advertisement
1/7
কখনও ভেবে দেখেছেন মেয়েরা কেন এত চকোলেট পছন্দ করে? কী সিক্রেট লুকিয়ে এতে?
সাধারণভাবে বলা হয়ে থাকে যে অনন্ত যৌবন থাকে চকোলেটে! তাই মেয়েরা চকোলেট প্রিয়া! এ কারণেই বলা যায়, প্রেম মানেই চকোলেটে কামড়। মিষ্টি স্বাদ আরও মধুর করে তোলে ভালবাসা৷ যে কোনও বয়সের মেয়েরাই চকোলেটে তুষ্ট৷ সঙ্গী বা সঙ্গিনীকে যদি শরীর এবং মন- দু'দিক থেকেই চাঙা রাখতে চান তাহলে চকোলেট দিন। বেছে নিন ডার্ক চকোলেট। উপহার দিন প্রিয়জনকে। তারপর দেখুন ম্যাজিক
advertisement
2/7
প্রচলিত বিশ্বাস, চকোলেটের মধ্যে থাকা থিওব্রোমাইন ও ক্যাফিন শরীরকে মুহূর্তে চাঙা করে। চকোলেট মস্তিষ্কে এন্ডোরফিনের পরিমাণ বাড়ায় যা অবসাদ, চাপ কমাতে সাহায্য করে। তবে চকোলেট এমন একটি খাবার, যা সবার প্রিয়। তবে সম্ভবত বেশি প্রিয় মেয়েদের। কেন মেয়েরা চকোলেট বেশি পছন্দ করে?
advertisement
3/7
প্রেম তো বাড়বেই এই মিষ্টি জিনিসে, পাশাপাশি চকোলেটের অনেক উপকার রয়েছে৷ বিশ্বাস প্রচলিত রয়েছে, চকোলেটের মধ্যে থাকা থিওব্রোমাইন ও ক্যাফিন শরীরকে মুহূর্তে চাঙা করে। চকোলেট মস্তিষ্কে এন্ডোরফিনের পরিমাণ বাড়ায় যা অবসাদ, চাপ কমাতে সাহায্য করে।
advertisement
4/7
ডার্ক চকোলেটের ম্যাগনেশিয়াম প্রচুর থাকে। যা ত্বকে আনে যৌবনের দীপ্তি, লাবণ্য। সময়েই আগেই বুড়িয়ে যাওয়া আটকায় ডার্ক চকোলেট। অবসাদ কমাতে কয়েক টুকরো ডার্ক চকোলেট মুখে ফেললেই তাজা নিমেষে।
advertisement
5/7
ডার্ক চকোলেটে থাকা পটাশিয়াম, জিঙ্কের মতো খনিজ পদার্থ মস্তিষ্কের কোষ উদ্দীপিত করে। এতে ব্রেন হয় ক্ষুরধার। কমে অ্যালজাইমার্স, ডিমেনশিয়া।
advertisement
6/7
শরীরে জমে থাকা দূষণ কমাতে খুব উপকারি অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত ডার্ক চকোলেট খেলে সেই সমস্যা কমবে।
advertisement
7/7
চকোলেট মানেই প্রচুর ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম। যা শিরা-ধমনির ব্লকেজ কমিয়ে রক্ত সঞ্চালনে সাহায্য করে। ব্লাড প্রেশার বশে রাখে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Why Girls Love Chocolate More: কখনও ভেবে দেখেছেন মেয়েরা কেন এত চকোলেট পছন্দ করে? কী সিক্রেট লুকিয়ে এতে? ভ্যালেন্টাইনস ডে-র আগে জেনে নিন গোপন তথ্য!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল