TRENDING:

WHO: রোজের এই ৭ খাবারেই 'মরণবাণ', লিভার-কিডনির বারোটা বাজাবে,বিকল করবে হার্ট-ব্রেন, সাবধান করল WHO

Last Updated:
WHO: ভীষণ চেনা এই ৭ খাবারেই লুকিয়ে বিপদ, সাবধানবার্তা হু-এর
advertisement
1/9
রোজের এই ৭ খাবার লিভার-কিডনির বারোটা বাজাবে,বিকল করবে হার্ট-ব্রেন, সতর্ক করল WHO
ইদানীং মানুষ যেন বেশিই অসুস্থ। খুব অল্প বয়স থেকেই আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস, হাই প্রেশার,কোলেস্টেরলের মতো ক্রনিক রোগে। তরুণ প্রজন্মর মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর প্রবণতাও বেড়েছে। আজকাল ঘরে-ঘরে ক্যানসারের রোগী। লিভার-কিডনির অসুখ, ওবেসিটি, থাইরয়েড... সব অসুখের গ্রাফ-ই ঊধ্বমুখী।
advertisement
2/9
এখন অল্প বয়সীরাও এই-সব রোগে আক্রান্ত হচ্ছেন। এর অন্যতম প্রধান কারণ,অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা 'হু' জানিয়ে দিল এমন ৭টি ভীষণ চেনা খাবারর নাম, যা আমরা কমবেশি সবাই-ই রোজ না হলেও ঘনঘন খেয়ে থাকি। কিন্তু সেইসব খাবার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অসুস্থ করে তুলতে সময় নেয় না। আজ না হয় কাল, আপনাকে মাশুল গুনতেই হবে। জেনে নিন তালিকায় কোন কোন খাবার আছে--
advertisement
3/9
পাস্তা ও পাউরুটি-- সাদা পাউরুটি, পাস্তা বানানো হয় রিফাইনড কার্বোহাইড্রেট দিয়ে যা ব্লাড সুগার ও ইনসুলিনের মাত্রা আচমকাই বাড়িয়ে দেয়। কাজেই বেছে নিন গোটা দানাশস্য যেমন ব্রাউন রাইস, বার্লি, মিলেট।
advertisement
4/9
কফি-- কফিতে থাকে ক্যাফেইন যা মাথাব্যথা, অবসাদ, অনিদ্রা, উচ্চরক্তচাপ ও ক্লান্তির মত সমস্যা সৃষ্টি করে। বেশি কফি খেলে হার্টের অসুখের ঝুঁকিও বাড়ে। বাড়ে হজমের সমস্যা-ও।
advertisement
5/9
নুন--নুন শরীরে তরলের ভারসাম্য বজায় রাখা, হার্টের রিদম, নার্ভ ইমপালস ও পেশি সঙ্কুচনের জন্য জরুরি। কিন্তু বেশি নুন খেলে হাই ব্লাড প্রেশার ও হার্টের অসুখ দেখা দিতে পারে।
advertisement
6/9
ভাজা খাবার-- ভাজাভুজিতে থাকে প্রচুর মাত্রায় নুন, ক্যালোরি ও অস্বাস্থ্যকর ফ্যাট যা একাধিক রোগের কারণ যার মধ্যে অন্যতম হার্ট ও লিভারের অসুখ।
advertisement
7/9
চিনি-- ওবেসিটি ও ডায়াবেটিসের অন্যতম মূল কারণ হল চিনি। পাশাপাশি চিনি লিভার,প্যানক্রিয়াস ও ডাইজেস্টিভ সিস্টেমের-ও ক্ষতি করে।
advertisement
8/9
আলুর চিপস--চিপস ও মাইক্রোওয়েভ-এ বানানো পপকর্ন-এর মত প্রক্রিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে নুন ও ক্যালোরি থাকে যা একাধিক মারণ রোগের কারণ।
advertisement
9/9
বেকন ও সসেজ-- প্রক্রিয়াজাত মাংস যেমন বেকন ও সসেজে উচ্চ মাত্রায় নাইট্রেট ও সোডিয়াম থাকে যা ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে একাধিক গবেষণায় প্রমাণিত। হজমের সময় নাইট্রেট নাইট্রাইটে পরিবর্তিত হয়ে যায়। এর থেকে তৈরি হয় নাইট্রোস্যামাইন যা ক্যানসারের সৃষ্টিকারী যৌগ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
WHO: রোজের এই ৭ খাবারেই 'মরণবাণ', লিভার-কিডনির বারোটা বাজাবে,বিকল করবে হার্ট-ব্রেন, সাবধান করল WHO
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল