TRENDING:

White Hair Colouring Tips: চিনি ও পাতিলেবুর রসেই কুচকুচে কালো হবে মাথাভর্তি ধবধবে সাদা চুল! কাঁড়ি কাঁড়ি টাকায় কলপ-হেয়ারকালার কিনবেন না!

Last Updated:
White Hair Colouring Tips:ঘরোয়া টোটকায় খুব কম খরচে কালো হয়ে যায় সাদা চুল৷ তাতে একদিকে টাকা কম লাগে৷ আবার অন্য দিকে চুলেরও ক্ষতি হয় না৷ এরকম একাধিক উপায়ে পাকা চুলের রং করা যায় নিকষ কালো
advertisement
1/6
চিনি-লেবুর রসেই কালো হবে সাদা চুল! কাঁড়ি কাঁড়ি টাকায় কলপ-হেয়ারকালার কিনবেন না!
পাকা চুল মানেই আর বেশি বয়স বা বার্ধক্যের প্রতীক নয়৷ কারণ অল্প বয়সেও মাথা ঢেকে যেতে পারে সাদা চুলে৷ পাকা চুল এখন আর বয়সে দেখে আসে না৷ নানা কারণের জন্য তারুণ্যে, এমনকি স্কুলজীবনেও শুরু হতে পারে চুল পাকার প্রবণতা৷
advertisement
2/6
স্ট্রেস, ভুল লাইফস্টাইল, অপুষ্টিকর ডায়েট, বংশধারা, টেনশন-সহ একাধিক কারণে অকালেই চুল পাকতে শুরু করে৷ মাথায় সাদা চুলের অস্বস্তি ঢাকতে আমরা নানা উপায় গ্রহণ করি৷ হেনা, মেহেন্দি, রাসায়নিক রং থেকে শুরু করে হাজারো ঘরোয়া টোটকা-আমাদের চেষ্টার অন্ত থাকে না৷
advertisement
3/6
ঘরোয়া টোটকায় খুব কম খরচে কালো হয়ে যায় সাদা চুল৷ তাতে একদিকে টাকা কম লাগে৷ আবার অন্য দিকে চুলেরও ক্ষতি হয় না৷ এরকম একাধিক উপায়ে পাকা চুলের রং করা যায় নিকষ কালো৷
advertisement
4/6
আপনার সাদা চুল কালো করার জন্য নিন ১ চামচ কোকো পাউডার, ১ চামচ কফি পাউডার, ১ চামচ গুঁড়ো চিনি, ১ ছিপি পাতিলেবুর রস এবং ৪ চামচ নারকেল তেল৷ ভাল করে মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে চুলে লাগান৷
advertisement
5/6
৩০ মিনিট চুলে এই মিশ্রণ রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন মাথা৷ সপ্তাহে অন্তত ২ দিন এই টোটকা মেনে চলুন৷ এতে আপনার সাদা চুলে আসবে কালো রঙের ছোঁয়া৷ চুল ভালও থাকবে৷
advertisement
6/6
চুল ঘন ও লম্বা হলে পরিমাণ বাড়িয়ে দিন উপকরণগুলির৷ তার পর একই উপায় অনুসরণ করুন৷ কোনও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ধবধবে সাদা চুল পাল্টাবে কুচকুচে কালো কেশরাশিতে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
White Hair Colouring Tips: চিনি ও পাতিলেবুর রসেই কুচকুচে কালো হবে মাথাভর্তি ধবধবে সাদা চুল! কাঁড়ি কাঁড়ি টাকায় কলপ-হেয়ারকালার কিনবেন না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল