Hair Care: মাথায় উকুন কোথা থেকে আসে? কীভাবে ছড়ায়? ১৩ মিলিয়ন বছরের আসল সত্য প্রকাশ্যে! উৎস জানলে শিউরে উঠবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Trending Desk
Last Updated:
Hair Care: প্রাপ্তবয়স্ক স্ত্রী উকুন প্রতিদিন বেশ কয়েকটি ডিম দিতে পারে। এগুলো পরিষ্কার না করলে এক সপ্তাহের মধ্যে পুরো মাথায় ছড়িয়ে পড়ে।
advertisement
1/10

*উকুন আসলে এক ধরনের ছোট ছোট পোকা এবং এগুলি নানা কারণে আমাদের মাথার ত্বককে আক্রমণ করে। এগুলো মাথায় অস্বস্তিকর চুলকানি সৃষ্টি করে। কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেননি এই বিপজ্জনক পোকাগুলি কোথা থেকে আসে? কেন এগুলি শুধুমাত্র মাথাতেই বাসা বাঁধে? কীভাবে এগুলি মাথাতে বেঁচে থাকে? সংগৃহীত ছবি।
advertisement
2/10
*উকুনের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল এগুলি সাধারণত আক্রান্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। একজনের মাথার সঙ্গে অন্যজনের মাথায় সংস্পর্শ না হলে এটি ছড়ায় না। কারণ উকুন লাফ দিতে বা উড়তে পারে না। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*সম্প্রতি লন্ডনের বিজ্ঞানীরা এই নিয়ে এক দীর্ঘ গবেষণায় সাফল্য পেয়েছেন। ওই গবেষণা থেকে জানা গিয়েছে মাথার উকুন আমাদের পূর্বপুরুষদের কাছ থেকেই কয়েক লক্ষ বছর ধরে বিবর্তিত হতে হতে আজকের উকুনের রূপ নিয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*আগে এরা শরীরে গজিয়ে ওঠা লোমেও বাস করত, কিন্তু মানুষ যখন বিবর্তিত হয়েছে এবং পোশাক পরতে শুরু করেছে, তখন এগুলি মাথার ত্বকে স্থায়ী ভাবে বসবাস করতে শুরু করে। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*একটি মিশরীয় মমির মাথায়ও উকুন পাওয়া গিয়েছে। লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি প্রাচীন মিশরীয় মমির মাথায়ও উকুন পাওয়া গিয়েছে। বাইবেল এবং গ্রিক সাহিত্যেও তার উল্লেখ রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকা উকুনের চুলের গোঁড়া আকড়ে রাখার জন্য বিশেষ নখ তৈরি হয়েছে। এই কারণে এদের দ্রুত বিকাশ ঘটেছে। স্ত্রী উকুন মাথার ত্বকের কাছাকাছি ডিম পাড়ে, যেখানে এগুলি সুরক্ষিত থাকে। মানুষের শরীর থেকেই এরা তাপ পায়। পরে এই ডিমগুলি উকুনে পরিণত হয়। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী উকুন প্রতিদিন বেশ কয়েকটি ডিম দিতে পারে। এগুলো পরিষ্কার না করলে এক সপ্তাহের মধ্যে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*বিশেষজ্ঞদের মতে, ক্লেড বি হেড লাইসের উৎপত্তি উত্তর আমেরিকায়, তবে এটি মানুষের মাধ্যমে অস্ট্রেলিয়া এবং ইউরোপ সহ বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। এগুলি গরিলা এবং শিম্পাঞ্জির মতো প্রজাতিতেও পাওয়া গিয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*প্রায় ১৩ মিলিয়ন বছর আগে থেকে মানবদেহে এদের উপস্থিতির প্রমাণ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, আজ বিজ্ঞান এটির মোকাবিলার অনেক উপায় খুঁজে পেয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*শ্যাম্পু এবং একটি সূক্ষ্ম দাঁতযুক্ত চিরুনি উকুন এবং তার ডিম দূর করতে সাহায্য করতে পারে। অনেক রাসায়নিক দ্রব্যও রয়েছে, যা দ্রুত উকুন নির্মূল করে। কিন্তু মাথায় উকুন আছে এমন ব্যক্তির সংস্পর্শে না যাওয়াই ভাল। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care: মাথায় উকুন কোথা থেকে আসে? কীভাবে ছড়ায়? ১৩ মিলিয়ন বছরের আসল সত্য প্রকাশ্যে! উৎস জানলে শিউরে উঠবেন