TRENDING:

When Girls In Love: উথাল-পাথাল প্রেমেও 'একটি' ক্ষেত্রে পিছিয়ে থাকে মেয়েরা! আসল কারণ শুনলে চমকে যাবেন!

Last Updated:
When Girls In Love: খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করা মেয়েটিও যেন এক্ষেত্রে একদমই মুখ লুকিয়ে থাকে। আসলে কী এমন বিষয়, যার কথা ভেবে মেয়েরা আগে প্রপোজ করে না?
advertisement
1/9
কারণ শুনলে চমকে যাবেন! প্রেমে 'এই' একটি ক্ষেত্রে কেন পিছিয়ে থাকে মেয়েরা?
ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। এই মাসেই ভ্যালেন্টাইন্স ডে আবার এই বছর এই মাসেই ছিল বাঙালির প্রেম দিবস, সরস্বতী পুজো। সবমিলিয়ে এই মাসে বসন্তের আবির্ভাবে প্রেমের গুঞ্জন চলতেই থাকে।
advertisement
2/9
ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। এই মাসেই ভ্যালেন্টাইন্স ডে আবার এই বছর এই মাসেই ছিল বাঙালির প্রেম দিবস, সরস্বতী পুজো। সবমিলিয়ে এই মাসে বসন্তের আবির্ভাবে প্রেমের গুঞ্জন চলতেই থাকে। ফেব্রুয়ারি ৭ থেকে ১৪ তারিখ পর্যন্ত গিয়েছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে এর পরে আসে প্রপোজ ডে, অর্থাৎ ভালোবাসার প্রস্তাব (Why Girls Propose Less) দেওয়ার দিন।
advertisement
3/9
এতদিন ধরে যে কথাটি বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, সেটি জানিয়ে দেওয়ার দিন। একটি বিষয় খেয়াল করবেন, এক্ষেত্রে প্রপোজ ছেলেদের দিক থেকেই বেশি আসে (Why Girls Propose Less)। মেয়েরা যে একদমই প্রপোজ করে না, তা নয়। তবে তা এতই কম যে নজরে পড়ে না অনেক সময়।
advertisement
4/9
কেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই প্রপোজ করে অর্থাৎ প্রেম প্রস্তাব দেন? কেন মেয়েটি আগ বাড়িয়ে ভালোবাসার কথা জানাতে পারে না? খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করা মেয়েটিও যেন এক্ষেত্রে একদমই মুখ লুকিয়ে থাকে। আসলে কী এমন বিষয়, যার কথা ভেবে মেয়েরা আগে প্রপোজ করে না? চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা কী বলছেন এই বিষয়ে।
advertisement
5/9
নির্লজ্জতা মনে হতে পারে ভেবে : সাধারণত স্বভাবগতভাবেই মেয়েরা ছেলেদের তুলনায় লাজুক হয়ে থাকে। তাই আগ বাড়িয়ে ভালোবাসার কথা জানাতে গেলে বা ছেলেটিকে প্রপোজ (Why Girls Propose Less) করলে কী হতে পারে তা নিয়ে তারা চিন্তা-ভাবনা করেন বিস্তর। কেউ কেউ ভাবেন, হয়তো ছেলেটি তাকে নির্লজ্জ মনে করতে পারে। তাই মনে মনে ভালোবাসলেও অপেক্ষা করে থাকেন, কখন পুরুষ সঙ্গী তাঁকে ভালোবাসার কথা জানাবেন। নিজে আগে বাড়িয়ে মনের কথা বলতে যেন কাজ করে একটা সংকোচ বোধ ও লজ্জা।
advertisement
6/9
বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে : কোনও কোনও ক্ষেত্রে দেখা যায় ছেলেটি মেয়েটির ভালো বন্ধু। এই বন্ধুত্ব মেয়েটি হারাতে চায় না। হয়তো বন্ধুর মতো মিশতে গিয়েই কখন ভালোবেসে ফেলেছে! কিন্তু বলে দিলে যদি হারিয়ে ফেলে, যদি বন্ধুটি তাকে গ্রহণ না করে বা ফিরিয়ে দেয়, তখন বন্ধুত্ব থাকবে তো! আগের মতো আর বন্ধুত্ব রক্ষা করে চলা হবে না ভেবেই মেয়েরা আগে প্রপোজ করতে ভয় পায় (Why Girls Propose Less)। তবে এটি শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, ছেলেদের ক্ষেত্রেও অনেক সময় এই ভয় কাজ করে। বন্ধুত্ব হারানোর ভয়ে তারা পছন্দের মানুষকে জানাতে পারে না ভালোবাসা।
advertisement
7/9
সম্মান নষ্ট হওয়ার ভয়ে দ্বিধাগ্রস্থ হন: প্রিয় পুরুষটি যদি তাঁকে ফিরিয়ে দেন তখন সেটি কতটা লজ্জাজনক হবে, এই ভেবে ভেবে মেয়েটি বারবার পিছিয়ে আসেন। খালি হাতে ফিরে আসার বঞ্চনা ও অপমানের বদলে না বলার কারণে মনের মানুষটি যদি হারিয়েও যায়, তাতেই যেন স্বস্তি বেশি! তাইতো আত্মসম্মান ধরে রাখতে গিয়ে নিজের মনে কষ্ট সহ্য করে যায়।
advertisement
8/9
সম্মান নষ্ট হওয়ার ভয়ে দ্বিধাগ্রস্থ হন: প্রিয় পুরুষটি যদি তাঁকে ফিরিয়ে দেন তখন সেটি কতটা লজ্জাজনক হবে, এই ভেবে ভেবে মেয়েটি বারবার পিছিয়ে আসেন। খালি হাতে ফিরে আসার বঞ্চনা ও অপমানের বদলে না বলার কারণে মনের মানুষটি যদি হারিয়েও যায়, তাতেই যেন স্বস্তি বেশি! তাইতো আত্মসম্মান ধরে রাখতে গিয়ে নিজের মনে কষ্ট সহ্য করে যায়।
advertisement
9/9
এটাই চিরাচরিত ধরে নিয়ে : ইতিহাস ঘাঁটলেও দেখা যায়, যুগ যুগ ধরে ছেলেরাই আগে প্রপোজ করে এসেছে। সুতরাং, এটিই রীতি ধরে নিয়ে মেয়েরা অপেক্ষা করে থাকে ছেলেদের প্রপোজের। তারা নিজেরা আগ বাড়িয়ে প্রপোজ করে না। রীতি ভাঙা কিছু মেয়ে রয়েছে ঠিকই, তবে বেশিরভাগ মেয়েই এটিই স্বাভাবিক মনে করে যে, ছেলেটি আগে এসে ভালোবাসার কথা জানাবে এটাই যেন প্রত্যাশিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
When Girls In Love: উথাল-পাথাল প্রেমেও 'একটি' ক্ষেত্রে পিছিয়ে থাকে মেয়েরা! আসল কারণ শুনলে চমকে যাবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল