TRENDING:

Food Option: ওয়ার্ক ফ্রম হোমে ক্লান্ত, গরমের দুপুরে কী খাবার অর্ডার করবেন?

Last Updated:
Food Option: সন্ধেবেলা খাবার জন্য় আপনি আনিয়ে নিতে পারেন স্য়ান্ডউইচ। চিজ, চিকেন, কর্ন, চিজ কর্ন- অনেক অপশন রয়েছে আপনার কাছে।
advertisement
1/6
ওয়ার্ক ফ্রম হোমে ক্লান্ত, গরমের দুপুরে কী খাবার অর্ডার করবেন?
ওয়ার্ক ফ্রম হোম করতে করতে অনেক সময়েই ক্লান্তি আসে। ফলে মাঝেমধ্য়েই মনে হয় একটু মুখ চালাই।
advertisement
2/6
যেহেতু গরম, তাই কোল্ড কফি বা সানডেস আনাতে পারেন। ফ্লেভার পছন্দ করা অবশ্য়ই আপনার ব্য়াপার। তবে চকোলেট ফ্লেভার বোধ হয় কারওই অপছন্দ নয়। পাশাপাশি, অর্ডার করতে পারেন মিল্কশেকও।
advertisement
3/6
মোমো, গার্লিক ব্রেড, চিলি কর্ন- এসবও আনাতে পারেন। তবে খুব গরমে খুব ভারী খাবার না খাওযাই ভাল।
advertisement
4/6
গরমের দুপুরে অর্ডার করার আরও একটি বিকল্প হল আইসক্রিম। একটা স্কুপ নিয়ে বসে আপনি কাজ করতেই পারেন।
advertisement
5/6
আইসক্রিমের ক্ষেত্রেও ফ্লেভার পছন্দ করার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তবে আম বা স্ট্রবেরি গরমে ভালই লাগে। আনাতে পারেন ট্য়ুটি ফ্রুটিও।
advertisement
6/6
সন্ধেবেলা খাবার জন্য় আপনি আনিয়ে নিতে পারেন স্য়ান্ডউইচ। চিজ, চিকেন, কর্ন, চিজ কর্ন- অনেক অপশন রয়েছে আপনার কাছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Food Option: ওয়ার্ক ফ্রম হোমে ক্লান্ত, গরমের দুপুরে কী খাবার অর্ডার করবেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল