TRENDING:

আপনার সঙ্গীর যৌনসঙ্গমে অনীহা? উত্তর হ্যাঁ হলে এগুলো করুন

Last Updated:
advertisement
1/10
আপনার সঙ্গীর যৌনসঙ্গমে অনীহা? উত্তর হ্যাঁ হলে এগুলো করুন
মানুষের দেহের আর পাঁচটা চাহিদার মতোই শারীরিক মিলনও একটি চাহিদা। তবে অনেকেই নিজের সঙ্গীর কাছে এই ইচ্ছে প্রকাশ করতে সংকোচ করেন। এবার থেকে অভ্যেসটা পাল্টে ফেলুন। নিজের মন ঠিক যা চায়, সেটাই করুন ৷ (Photo collected)
advertisement
2/10
বিভিন্ন কারণে আপনার যৌনমিলনের ইচ্ছে কমে যায়। অনেক সময় সম্পর্কের মধ্যে বোঝাপড়ার অভাবে ইচ্ছে কমে যায়। কখনও আবার সঙ্গীর উত্তেজনা না থাকলে নিজে থেকে জোর করে সুখ আদায়ের তাগিদটা মরে যায়। (Photo Collected)
advertisement
3/10
দু’জনে মিলে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের রাস্তা খুঁজে বের করতে পারেন৷ ততক্ষণ কি যৌন মিলনে বিরতি নেবেন? ভেবে দেখতে পারেন। কারণ বিরতি চাহিদা দ্বিগুণ করতে সাহায্য করে। (Photo Collected)
advertisement
4/10
ধরুন আপনি অথবা আপনার সঙ্গী হাজার চেষ্টা করেও রতিসুখের শিখরে পৌঁছতে পারছেন না। তার মানে মানসিকভাবে দু’জনে কোথাও আটকে রয়েছেন। পরস্পরের শরীরের প্রতিটা অংশকে ভালবাসুন। এতে মিলনে ‘প্যাশন’ বাড়বে। (Photo Collected)
advertisement
5/10
আপনার চাহিদা যদি আপনার সঙ্গীর থেকে কয়েকগুণ বেশি হয়, তাহলে তা মরতে দেবেন না। নতুন নতুন পদ্ধতিতে মিলন ঘটিয়ে তাঁকে উত্তেজিত করে তোলাও আপনার কাজ। মিলনের সময় বাড়লে চাহিদাও মিটবে। (Photo collected)
advertisement
6/10
আপনার অথবা আপনার পার্টনারের যৌন চাহিদায় ভাটার কারণ জানতে ফিজিওথেরাপিস্টের সাহায্যও নিতে পারেন। বিষয়টিকে বাড়তে দেওয়ার আগেই সমাধান সূত্র খুঁজে বের করাটা বুদ্ধিমানের কাজ হবে। (Photo collected)
advertisement
7/10
বিয়ের বেশ কয়েক বছর পর অনেক সময় দেখা যায়, নিজের স্ত্রীর প্রতি পুরুষের আর সেভাবে আকর্ষণ নেই। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী? আপনার সংগীকে বারে বারে চুমু দিন। তার শরিরে আলতভাবে হাত বুলাতে থাকুন। তাকে জরিয়ে ধরে আদর করুন। (Photo collected)
advertisement
8/10
বেশিরভাগ মেয়ে সারাদিন কাজের শেষে ঘর্মাক্ত শরীরে স্বামীর সাথে শুতে যায়। কিন্তু স্বামী সর্বদা আশা করে স্ত্রী সতেজ অবস্থায় তার শয্যাসঙ্গী হবে। তাই পরিচ্ছন্ন অবস্থায় বিছানায় যাবে। সহবাসের রাত্রিগুলিতে সাজসজ্জা ও পোশাকের ব্যাপারে স্বামীর পছন্দের গুরুত্ব দিন। (Photo collected)
advertisement
9/10
সাধারণত দেখা যায়, স্বামী উত্তেজনার বশে স্ত্রীর কাপড় খুলছে, কিন্তু স্ত্রী নিশ্চুপ। পরে স্বামী বেচারাকে নিজের উত্তেজনা বিসর্জন দিয়ে নিজের কাপড় খোলায় মনোযোগ দিতে হয়। কিন্তু স্ত্রীর উচিৎ, স্বামী যখন তার কাপড় খুলবে, তখন ধীরে ধীরে স্বামীর কাপড় খোলার দিকেও মনোযোগ দেওয়া। এই পারস্পরিক সৌহার্দ্য মিলনের আনন্দ অনেকগুণ বাড়িয়ে দেয়। (Photo collected)
advertisement
10/10
স্ত্রীর উচিৎ হবে সহবাসের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া, তা না হলে স্বামীকে সম্পূর্ণ সুখ দিতে পারবে না। (Photo collected)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
আপনার সঙ্গীর যৌনসঙ্গমে অনীহা? উত্তর হ্যাঁ হলে এগুলো করুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল