TRENDING:

T-shirt | do you know: ছোট থেকেই তো আমরা T-shirt পরি, কিন্তু জানি কি টি-শার্টের ‘T’-এর আসল মানে?

Last Updated:
এমন অনেক জিনিসই রয়েছে, যা আমরা প্রতিদিন ব্যবহার করি, তবে সেগুলো সঙ্গে অনেক সাধারণ, খুঁটিনাটি প্রাথমিক তথ্য জানি না আমরা। যেমন টি-শার্ট৷ টি-শার্ট আমরা সবাই পরি৷ আলমারি-আলনায় ঠাসা পড়ে থাকে টি-শার্ট৷ পরতে আরামদায়ক, যে কোনও ভাবে ভাঁজ করা যায়, বারবার ইস্ত্রি করতে লাগে না। ছেলে হোক বা মেয়ে, চলজলদি কিছু একটা পরে বাইরে বেরতে হলে এই টি-শার্টই আমাদের ত্রাতা৷ কিন্তু আপনি কি জানেন, কেন টি-শার্টের সামনে ইংরেজি অক্ষর এই 'T' লেখা হয়? টি-শার্ট র 'টি' এর অর্থ কী?
advertisement
1/5
ছোট থেকেই তো আমরা T-shirt পরি, কিন্তু জানি কি টি-শার্টের ‘T’-এর আসল মানে?
এমন অনেক জিনিসই রয়েছে, যা আমরা প্রতিদিন ব্যবহার করি, তবে সেগুলো সঙ্গে অনেক সাধারণ, খুঁটিনাটি প্রাথমিক তথ্য জানি না আমরা। যেমন টি-শার্ট৷ টি-শার্ট আমরা সবাই পরি৷ আলমারি-আলনায় ঠাসা পড়ে থাকে টি-শার্ট৷ পরতে আরামদায়ক, যে কোনও ভাবে ভাঁজ করা যায়, বারবার ইস্ত্রি করতে লাগে না। ছেলে হোক বা মেয়ে, চলজলদি কিছু একটা পরে বাইরে বেরতে হলে এই টি-শার্টই আমাদের ত্রাতা৷ কিন্তু আপনি কি জানেন, কেন টি-শার্টের সামনে ইংরেজি অক্ষর এই 'T' লেখা হয়? টি-শার্ট র 'টি' এর অর্থ কী?
advertisement
2/5
টি-শার্টের 'T’-এর মানে একসময় অনেকেই জানত৷ কালক্রমে, তা অনেকেই ভুলে যায়৷ নতুন প্রজন্মও তা জানার কথা ভাবেনি কোনও দিন৷ দ্য সান ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, আজকাল তো লোকেরা সোশ্যাল মিডিয়া সাইটে টিকটক ভিডিও পোস্ট করছে৷ সেখানে তারা ফাঁস করছে টি-শার্টের 'T'-এর গোপন অর্থ৷ যাঁরা প্রথমবার এটা জানছেন, তাঁদের প্রতিক্রিয়াও নেওয়া হচ্ছে।
advertisement
3/5
T-Shirt নাম টি-শার্ট হিসাবেও লেখা হয়। কিন্তু 'T' লেখার পেছনে একটা কারণ রয়েছে৷ যদিও এবিষয়ে দুটি তত্ত্ব বেশ প্রচলিত।
advertisement
4/5
প্রথম তত্ত্বটি খুবই সাধারণ৷ এটা সম্ভবত সবাই জানবে। আপনি যখন টি-শার্টটি সোজা করে তুলে ধরেন, তার হাতা দুটো দু’পাশে ছড়িয়ে দেন, এর আকার ইংরেজি অক্ষর 'T'-এর মতো হয়ে যায়, তাই এটিকে টি-শার্ট বলা হয়। টি-শার্টের ক্ষেত্রে সাধারণত কোনও কলার থাকে না৷ গলার কাট গোল হয়। কিন্তু এছাড়াও, T-Shirt 'T' নিয়ে অন্য তত্ত্বও রয়েছে।
advertisement
5/5
শোনা যায়, একসময় সৈন্যরা টি-শার্ট পরতেন৷ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যখন টি-শার্ট তৈরি করা শুরু হয়েছিল, তখন সেনা সৈন্যরা প্রশিক্ষণের জন্য সেগুলো পরতেন। নিজেদের ইউনিফর্মের নীচে টি-শার্ট পরার রীতি ছিল সেনা বাহিনীতে৷ পাশাপাশি, টি শার্ট পরে তাঁরা শারীরিক প্রশিক্ষণও নিতেন৷ সেই কারণে এগুলিকে তাঁদের 'ট্রেনিং শার্ট' বা টি-শার্ট বলা হত। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ১৯১৩ সালের দিকে তাদের নৌবাহিনীর সৈন্যদের জন্য টি-শার্ট তৈরি করা শুরু করে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
T-shirt | do you know: ছোট থেকেই তো আমরা T-shirt পরি, কিন্তু জানি কি টি-শার্টের ‘T’-এর আসল মানে?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল